বড়দিনেই পার্ক স্ট্রিটে নজর কাড়ল ছাত্র-যুবদের বুকস্টল। এসএফআই এবং ডিওয়াইএফআই’র স্টলে ঘুরে যান গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিমান বসু এবং মহম্মদ সেলিম। ছিলেন কল্লোল মজুমদার, মীনাক্ষী মুখার্জি, সুদীপ সেনগুপ্ত সহ নেতৃবৃন্দ। বুকস্টলকে কেন্দ্র করে পথচারী মানুষ, বইপ্রেমীদের আগ্রহে ছাত্রছাত্রীদের-যুবদের উৎসাহ চোখে পড়েছে।
বই বিক্রির কাজে অংশ নেন বিমান বসুও। তাঁকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0