BOOK TOPIC — NATUNPATA / 6 DECEMBER

বইকথা — শহীদ ক্ষুদিরাম যার আত্মবলিদানে তৈরি হয়েছিল গান / প্রদোষকুমার বাগচী / নতুনপাতা

ছোটদের বিভাগ

BOOK TOPIC   NATUNPATA  6 DECEMBER

নতুনপাতা

বইকথা

শহীদ ক্ষুদিরাম
যার আত্মবলিদানে তৈরি হয়েছিল গান
প্রদোষকুমার বাগচী

আজ যে মানুষটির কথা তোমাদের বলব তার কথা তোমরা সকলেরই কমবেশি জানবে।
তোমাদের অনেকের এখন যা বয়স, এই বয়সে তোমরা জীবনে কীভাবে রোজগার করে
জীবনধারণ করবে, উচ্চশিক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে তার জন্য তোমাদের কী
পড়তে বা করতে হবে বা কোন ট্রেনিং নিতে হবে এসব হয়তো ভাবছো, কিন্তু ওই বয়সে
ওই মানুষটির ফাঁসি হয়ে গিয়েছিল দেশের জন্য। সে এসব ভাবতে পারেনি। তার নাম
ক্ষুদিরাম বসু। তোমরা সকলেই শুনেছো তার নাম। তাঁর নামে কোনও এক চারণকবি গেয়ে
ওঠেন গান— একবার বিদায় দে মা ঘুরে আসি। তার নামে প্রতিধ্বনিত হয় একটি যুগ। সে
যুগের নাম অগ্নিযুগ।
কত বছর বয়স হয়েছিল ওর? ১৮+ । ওই বয়সে কি ওর মরার কথা ? কিন্তু দেশের জন্য
দেশের ভবিষ্যতের জন্য জীবন দিয়েছিল কিশোর ক্ষুদিরাম। দেশের স্বাধীনতার জন্য
এই আত্মত্যাগ আমরা ভুলব কি করে। আজ তোমরা যে নিজের জীবনের জন্য দেশের
উন্নতির জন্য ভাবতে শিখেছো সে তো এই সব বিপ্লবীদের জীবনের বিনিময়ে। দেশের
প্রতি গভীর আবেগ না থাকলে এমন জীবনদান কি সম্ভব হতো? সম্ভবত না। কিন্তু
কেবল আবেগই কি তাঁর ছিল? পাশাপাশি নিজেকে সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে
বিশ্বাসী জাতীয়তাবাদী বিপ্লবী হিসাবে গড়ে তোলার প্রস্তুতি কি তার ছিল না? সেও
তো এক কঠিন সংগ্রাম। সেকথা মনে রেখেই এই বইটি লেখা হয়েছে তোমাদের জন্য।
এর জন্য অনেক তথ্য ঘাঁটিঘাঁটি করে প্রকৃত কথা তুলে ধরা হয়েছে। ক্ষুদিরাম আজও
বেঁচে রয়েছেন আমাদের মনের মনিকোঠাব।
কেমন ছিল বিপ্লবী ক্ষুদিরামের জীবন তা জানতে অন্য অনেক বইয়ের দিকেই তোমরা
হাত বাড়াতে পারো। কিন্তু এখানে যে বইয়ের কথা বলা হচ্ছে সেটিও তোমরা একবার
দেখে নিও। সহজ সরল ভঙ্গিতে ঐতিহাসিক ঘটনাকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।
কেমন কেটেছিল তার বাল্যকাল, রাজনৈতিক জীবনের শুরুই বা হলো তাঁর কেমন করে,
কিংসফোর্ড-হত্যা অভিযানে তিনি কি ভূমিকা নিয়েছিলেন, কি ছিল তাঁর স্বীকারোক্তি
ইত্যাদি তথ্যে সাজানো হয়েছে তাঁর জীবনকথা। এছাড়াও বইটিতে রয়েছে সাজানো

সাক্ষীদের বানানো সাক্ষ্য, বিচারের প্রহসন, শেষের সেদিন ও পরের ইতিহাস প্রসঙ্গ।
তৎসহ রয়েছে বিভিন্ন নথির প্রতিলিপি, ক্ষুদিরামের ছবি এবং কাহিনীর সাথে সাথে
অঙ্কিত চিত্রাবলী—বইটিকে যা আকর্ষণীয় করে তুলেছে।
অগ্নিকিশোর ক্ষুদিরাম
জলধর মল্লিক। ন্যাশনাল বুক এজেন্সি। ১২ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। কলকাতা—
৭০০ ০৭৩। ৪০ টাকা।

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment