SILIGURI RALLY CPI(M)

বর্বরতা বন্ধ হোক, ব্যবস্থা নিক প্রশাসন, দাবি শিলিগুড়ির মিছিলে

জেলা

সোমবার মিছিল শিলিগুড়িতে।

রাজ্যজুড়ে চলছে বর্বরতা। সালিশীতে ডেকে চোপড়ার যুগলকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেতার। মহিলাদের বা সার্বিকভাবে নাগরিকদের নিরাপত্তা কোথায়? দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। 
এই দাবিতে শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল করল সিপিআই(এম)। সোমবার বিকেলে শিলিগুড়িতে সিপিআই(এম)-২ এরিয়া কমিটির ডাকে শিলিগুড়ি ঝঙ্কার মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি বর্ধমান রোড ধরে হাওড়া মোটর কোম্পানির সামনে দিয়ে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে এসে শেষ হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে, কখনও চোর সন্দেহে আবার কখনও ছেলেধরা অপবাদে দল বেঁধে মারধর চলছে। এমনকি একাধিক মৃত্যুও ঘটছে বর্বরতার জেরে। 
মিছিলে ছিলেন সৌরভ সরকার, বুলবুল চ্যাটার্জি, সুমন বাগচী, নিলীমা রায় সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। 
সিপিআই(এম)-২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার বলেন, ‘‘চোপড়ার সালিশীতে তালিবানি শাসনের প্রকাশ হয়েছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্দেশখালি, কোচবিহার, চোপড়ার ঘটনা তা বারবার দেখিয়েছে। কোনও নাগরিককেই কোনও সুরক্ষা দিতে পারছে না সরকার। শাসদকদল তৃণমূল সরাসরি দুষ্কৃতীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জমি দখল থেকে শুরু করে তোলাবাজি, কাটমানি, বালি, পাথর পাচার সহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূলের নেতারা। গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। চোপড়ার ঘটনায় অবিলম্বে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’
উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও গ্রামের ঘটনা জেনেছেন কেবল রাজ্যের নয়, দেশের মানুষও। স্থানীয় বিধায়কের আশ্রয়ে থাকা তৃণমূলের দুষ্কৃতী তাজিমুল হক ওরফে জেসিবিকে সোমবার আদালতে হাজির করে পুলিশ। এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় নিহত সিপিআই(এম) কর্মী মনসুর আলমকে হত্যায় অভিযুক্ত এই তাজিমুল বিনা বাধায় ঘুরে বেড়িয়েছে এতদিন। এখন রাজ্যজুড়ে ধিক্কারের চাপে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। 
গত শুক্রবার যুবক-যুবতীকে রাস্তায় ডেকে সালিশী সভা বসিয়েছিল দুষ্কৃতী। শাস্তিও দিয়েছিল সঙ্গে সঙ্গে। লাঠিগাছা দিয়ে রাস্তায় ফেলে মার। ছড়িয়ে পড়ে সেই ছবি।

Comments :0

Login to leave a comment