বারাকপুর শিল্পাঞ্চলে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শেষ বেলার প্রচারে বামফ্রন্ট ও কংগ্রেস ঝড় তুলেছে। তৃণমূল ও বিজেপি হটাও, বারাকপুর শিল্পাঞ্চল বাঁচাও প্রচার মিছিলে এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বারাকপুর শিল্পাঞ্চলের রাজপথ। বারাকপুর শিল্পাঞ্চল,দুস্কৃতীদের মুক্তাঞ্চল এই কথাটা এখানকার মানুষের মুখে মুখে ঘোরে। বারাকপুর লোকসভা কেন্দ্রের শেষ বেলার প্রচারে শ্লোগান উঠেছে বারাকপুর শিল্পাঞ্চলে দুস্কৃতীদের আশ্রয়দাতা তৃণমূল ও বিজেপি’র বিরুদ্ধে মানুষকে একজোট হয়ে সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষকে বিপুল ভোটে জয়ী করুন। বারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফেরাতে দেবদূত ঘোষকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান প্রচার মিছিলে তোলা হয়। এই প্রচার মিছিলে চটকলের শ্রমিক থেকে অসংগঠিত শ্রমিক, কৃষক, ছাত্র,যুব,মহিলা সহ সমস্ত স্তরের মানুষ সামিল হয়েছেন।
বারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একদিকে শহরাঞ্চলের পাশাপাশি বিস্তীর্ণ গ্রামাঞ্চল আছে। চটকলের শ্রমিক থেকে শুরু করে রেল, প্রতিরক্ষা শিল্পের শ্রমিকরা বারাকপুর শিল্পাঞ্চলে বসবাস করেন। চটকলে ভয়াবহ সঙ্কট। প্রতিরক্ষা শিল্পকে মোদী সরকার করপোরাটাইজেশনের মধ্য দিয়ে বেসরকারিকরণ করতে চাইছে। কাচড়াপাড়া রেলওয়ে ওয়ার্কশপে এখন বেসরকারি সংস্থার থেকে মালপত্র ঢুকছে। রেল শ্রমিকরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই আন্দোলন করছেন। গত তেরো বছরে এই শিল্পাঞ্চলে বন্ধ হয়েছে অসংখ্য কলকারখানা। কর্মহীন হয়েছে অসংখ্য শ্রমিক কর্মচারী। এই শ্রমিকরা রাস্তায় টোটো চালিয়ে,সব্জি বিক্রি করে দিন কাটাচ্ছেন। অভাবের তাড়নায় অনেক শ্রমিক আত্বহত্যা করেছেন।
বারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কাচড়াপাড়া ষ্টেশনের সামনে থেকে এক বিশাল বর্নাঢ্য মিছিল কাচড়াপাড়া শহর পরিক্রমা করে। মিছিল থেকে শ্লোগান উঠেছে কাচড়াপাড়ায় রেলের কোচ ফ্যাক্টরী হয় নি কেন মোদী-মমতা জবাব দাও। আমডাঙা এলাকার সমস্ত পঞ্চায়েতে সভা ও ভ্রাম্যমান গাড়িতে করে প্রচার হয়। বারাকপুর শহরের আনন্দপুরী, চন্দনপুকুর, আর্দালীবাজার, চিড়িয়ামোড়,কাঁঠালিয়া, লকগেট সহ সর্বত্র মিছিল হয়। মোহনপুর গ্রাম পঞ্চায়েত ও শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল ও টোটোতে প্রচার করা হয়। টিটাগড় পৌরসভা এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। উওর বারাকপুর সদর এলাকায় উদয়নপল্লীতে সভা ও এই এলাকায় ট্যাবলো নিয়ে সর্বত্র ছোট ছোট সভা হয়। ইছাপুর এলাকায় সর্বত্র টোটো প্রচার অনুষ্ঠিত হয়। গাড়ুলিয়া এলাকায় মিছিল ও সর্বত্র টোটো করে প্রচার সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর এলাকায় মহিলারা ও কাউগাছি ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটোয় করে প্রচার ও সভা হয়। কাকিনাড়া নফর চাঁদ জুট মিল থেকে মিছিল রথতলায় গিয়ে শেষ হয়। জগদ্দল এলাকায় টোটো করে প্রচার হয়। নৈহাটিতে নদীয়া জুট মিলের সামনে থেকে এক বিশাল বর্নাঢ্য মিছিল গরুর ফাড়ি এলাকায় শেষ হয়। এছাড়াও নৈহাটি বিধানসভা এলাকার শহরাঞ্চল, বিস্তীর্ণ গ্রামাঞ্চল ও হালিশহর এলাকায় সর্বত্র টোটো করে প্রচার ও সভা হয়। হাজিনগর নৈহাটি জুট মিলের গেটের সামনে সভা হয়।
বারাকপুর শিল্পাঞ্চলে ভোটের দুদিন আগে থেকে তৃণমূল ও বিজেপি টাকার থলি নিয়ে নেমেছে। বিভিন্ন ক্লাবে টাকা বিলি করছে। এছাড়াও প্রতিশ্রুতির ফোয়ারা চলছে। বারাকপুর শিল্পাঞ্চলে শেষ বেলায় লাল ঝান্ডার প্রচারে ঝড় ওঠে। বারাকপুর থেকে কাচড়াপাড়া ও আমডাঙা জুড়ে প্রচার সর্বত্র মিছিল, সভা হয়।
Lok Sabha Election 2024
প্রচারের শেষলগ্নে ঝড় তুললেন বারাকপুরের দেবদূত
×
Comments :0