SILENT PROTEST

বিচারের দাবিতে মৌনমুখর প্রতিবাদের প্রস্তুতি রাজ্যে

রাজ্য

রবিবার রাতে বসিরহাট। সেই মেজাজেই বিচার ছিনিয়ে আনার প্রস্তুতি চলছে সোমবার রাতেও। ছবি: প্রবীর দাস

বিচারের দাবিতে মৌনমুখর প্রতিবাদের প্রস্তুতি চলছে রাজ্যে। আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য মৌনমুখর প্রতিবাদের ডাক দিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সমর্থন জানিয়েছে বামফ্রন্ট। 
‘অপার স্তব্ধতা দাও’স্লোগানে ছড়িয়ে পড়েছে পোস্টার। রবিবার রাতে মহিলাদের ডাক রাত জেগে প্রতিবাদে শামিল হয়েছে বাংলা। রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বাইরের বহু দেশে বিচারের দাবিতে পথে নেমেছেন নাগরিকরা। 
রবিবার রাতেই টাকীর থুবার মোড়ে মশাল জ্বালিয়েও প্রতিবাদ হয়েছে। বসিরহাট টাউনহল এলাকাতেও মশাল জ্বালিয়ে প্রতিবাদ হয়েছে। "অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়"- চে গুয়েভারার এই উক্তি রবিবার রাতে বসিরহাটের রাজপথে লিখে স্মরণ করিয়ে দিয়েছে বিচারের জন্য রাত জাগার কর্মসূচি। 
আর নয় আর জি কর কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি। দাবি উঠলো বসিরহাট, টাকী, হাসনাবাদের রাজপথ থেকে রাত জাগার মধ্যে দিয়ে। রবিবারের রাত এ যেন এক অন্য রাত। যুবসমাজের রাত দখলের রাত। নাগরিক সমাজের রাত দখলের রাত।দেখলো টাকীর থুবার মোড় বসিরহাটের টাউনহল প্রাঙ্গণ, জেলেপাড়া, হাসনাবাদের বনবিবি সেতু।সাক্ষী থাকলো বাংলাদেশ সীমান্তের কোল ঘেঁষে বয়ে চলা শান্ত ইছামতি। একঝাঁক তরুণ শিল্পী রাজপথে রঙ, তুলির আঁচড় টেনে বলে দিয়ে গেল "বিচার যত থমকে যাবে আওয়াজ তত তীব্র হবে"।
আবেগ নিঙড়ে কেউ গাইছিলেন কারার ঐ লৌহ কপাট,কেউ গাইছে মুক্তির মন্দিরে সোপান তলে।রাত শেষ হয়ে এলো। ভোরের আলো ফুটতে শুরু করলো। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে।
লড়াইয়ের এমন বার্তাতেই সোমবার রাত ৯টার প্রস্তুতি শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment