রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকছেন না জোর বাইডেন। রবিবার সেই ঘোষণা করে দেন মার্কিন রাষ্ট্রপতি।
বাইডেনকে সরে দাঁড়ানোর অনুরোধ করছিল ডেমোক্র্যাটদের অনেকেই। আসরে নামেন প্রাক্তন রাষ্ট্রপতিরাও। একাশি বছরের বাইডেনের এবার আর লড়াইয়ের সামর্থ্য নেই, রিপাবলিকান প্রার্থী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কের পর সে দাবি জোরালো হয় বাইডেনের নিজের দলেই।
ট্রাম্প বাইডেন লড়াই হবে না সে ক্ষেত্রে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকে প্রার্থী করার অনুরোধ জানিয়েছেন বাইডেন। তবে তাঁর দল ডেমোক্র্যাটক পার্টি কী সিদ্ধান্ত নেবে নিশ্চিত নয়।
২০২৫’র জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ বাইডেনের। সে কাজেই মন দেবেন, জানান তিনি।
Comments :0