DELHI SCHOOL BLAST

দিল্লির স্কুলে বিস্ফোরণের কারণ খুঁজতে তল্লাশি নিকাশি নালায়

জাতীয়

দিল্লির স্কুল বাড়িতে বিস্ফোরণের তদন্তে নিকাশি নালাও তল্লাশি করছে দিল্লি পুলিশ। রোহিনীর প্রশান্ত বিহারে রবিবার সকালে বিস্ফোরণ হয় সিআরপিএফ স্কুলে। ছুটির দিন বলে স্কুলে কেউ ছিল না।
দিল্লি পুলিশের আধিকারিকরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্কুলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু মেলেনি। বিস্ফোরণের কারণ জানতে আনা হয়েছে বিশেষজ্ঞদের। 
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় অনেকের ঘরের জানালার কাচ ভেঙে গিয়েছে। ফাটল ধরেছে স্কুলের দেওয়ালে। ৬ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে বিস্ফোরণের আওয়াজ। 
বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, শক্ত বা তরল বিস্ফোরক, এই ধরনের ঘটনায়, অত্যন্ত গরম করে দেওয়া হয়। নিকাশি নালায় রাখা হতে পারে বিস্ফোরক। তাপের কারণে ঘন এবং বিপুল আয়তনে গ্যাস তৈরি হয় খুব দ্রুত। বিস্ফোরণের পরও বাতাসে তার তীব্রতা টের পাওয়া যায়। অনেকটা এলাকায় অভিঘাত থাকে এ ধরনের বিস্ফোরণের। 
তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ চালাচ্ছেন। রয়েছেন জাতীয় তদন্ত সংস্থার গোয়েন্দারাও। স্কুলটির আশেপাশে বিভিন্ন দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment