শরীরে একাধিক আঘাত ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে এক শিশুর দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের শলপ ডাঁসপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি খুন করা হয়েছে ওই শিশুটিকে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই শিশুকে। সকালে স্কুলের যাওয়ার জন্য তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে দীর্ঘক্ষণ। দুপুর সাড়ে ১২নাগাদ তাকে হাত পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ওই শিশু যে জামা পড়েছিল সেই জামা দিয়েই তার গলা প্যাঁচানো ছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পারিবারিক শত্রুতা জেরে না কী অন্য কোনও কারণে খুন? তদন্ত করেছে পুলিশ। বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ আধিকারিকরা স্থানীয়দের আশ্বাস দিয়েছে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
body recovered in domjur
ডোমজুড়ে ৪ বছরের শিশুর দেহ উদ্ধার

×
Comments :0