Book Review — BHABANISHANKAR CHAKRABORTY / MUKTADHARA - 17 NOVEMBER

বই — যে কবিতার উৎসে আছে দ্রোহ / মুক্তধারা

সাহিত্যের পাতা

Book Review  BHABANISHANKAR CHAKRABORTY  MUKTADHARA - 17 NOVEMBER

মুক্তধারা

বই 

যে কবিতার উৎসে আছে দ্রোহ

ভবানীশংকর চক্রবর্তী


"অর্থ নয়,কীর্তি নয়," জীবনানন্দের মতে "আরও  এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভিতরে /খেলা করে"।কবিতা লেখার রসায়ন বোধহয় সেই খেলার ভিতরেই।সব কবির ক্ষেত্রেই হয়তো এমনটি সত্যি।অন্তত,শ্যামলী বন্দ্যোপাধ্যায়-এর  "দাহজাতক" কাব্যগ্রন্থের কবিতাগুলির প্রথম পাঠে তেমনটিই মনে হয়।বইটিতে আটচল্লিশটি কবিতা আছে। বিশুদ্ধতার  বিচার নয়, কবির অন্তর দহনের নিরিখে কবিতাগুলিকে নিলে কবির  দৃষ্টিভঙ্গির সামগ্রিক পরিচয় ধরা পড়ে ।প্রায় প্রতিটি কবিতায় প্রতিবাদের ব্যক্ত কিংবা অব্যক্ত ধ্বনি ব্যঞ্জিত হয়েছে।আর তার উৎসে যে একটা যন্ত্রণার ধারা সতত বহমান ,
পাঠকমনে সে ধারণা স্পষ্ট হয়ে ওঠে।উদাহরণ হিসেবে কয়েকটি কবিতার কতিপয় পঙক্তি তুলে ধরা এখানে প্রাসঙ্গিক হবে__
 

১।ওরা জানে না  আগুনে পুড়লে দেশ/নীরো কেন বেহালা বাজান।/রানি  কেন  কেক বিলোতে চান।
(রানি  আতোয়ানেতের কেক/পৃ.১৪)
২।এ স্থাপত্য ভঙ্গুর নিঃস্ব পাদপ/প্রত্নপ্লাবনকথা ভুলেছে স্থপতি/সে ছিল বাকলবেলা মিতা বৃক্ষদল/সে ছিল গুহার বেলা গুহা বাস্তুকার (মধ্যবর্তিনী  ২/পৃ.৪৩)
৩।বিরল কেউ কেউ  জানে /
কি করে সেই স্বছতোয়ায় গা ভেজাতে হয়।।(দেশবন্ধু/পৃ.৬২)
এরকম অনেক  পঙক্তি আছে।আর তার অন্তরে নিহিত আছে দ্রোহ।
      
দেবব্রত চক্রবর্তী-র দৃষ্টিশোভন প্রচ্ছদ
প্রণিধানযোগ্য। মুদ্রণপ্রমাদ কদাচিৎ  চোখে পড়ে।কাগজ উচ্চমানের।বাঁধাইও সুন্দর।বইটি হাতে নিলে পড়ার ইচ্ছে জাগবে।গ্ৰন্থটি সংগ্রহযোগ্য।
দাহজাতক

শ্যামলী বন্দ্যোপাধ্যায়
কুবোপাখি প্রকাশন
১/১৩এ,সংহতি কলোনি,রিজেন্ট এস্টেট , 
কলকাতা - ৯২।

মূল্য - ১০০টাকা 

Comments :0

Login to leave a comment