School Sports Death

স্কুলের স্পোর্টসে নেমে হৃদরোগে মৃত্যু ছাত্রের, কমবয়সীদের অসুস্থতায় বাড়ছে শঙ্কা

জাতীয়

Boy died of Heart Attack participating in School Sports

স্কুলের স্পোর্টসের জন্য চলছিল প্রাকটিস। দৌড়ে বন্ধুদের সঙ্গে নেমেছিল ১৪ বছরের মোহিত চৌধুরী। দৌড়াতে গিয়েই অসুস্থ হয়ে পড়ে এই কিশোর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যাওয়া হলেও বাঁচানো যায়নি কিশোরকে। 
মর্মান্তিক এই ঘটনা উত্তর প্রদেশের আলিগড়ে। শুক্রবার আলিগড়ের সিরৌলি গ্রামের একটি স্কুলের স্পোর্টস ঘিরে এই অঘটনে শোকের ছায়া পুরো এলাকায়।
হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কিশোর মারা গিয়েছে হৃদরোগেই। এত কমবয়সে এমন হলো কেন, তা নিয়ে চিন্তিত শিক্ষক-অভিভাবক সকলেই। তবে একেবারের কমবয়সীদের খেলার মাঝে হৃদরোগে আক্রান্ত হওয়ার বিভিন্ন ঘটনাই নজরে আসছে। 
গত মাসেই এরাজ্যের আরানা গ্রামে কুড়ি বছরের এক ছাত্রী দৌড় প্রতিযোগিতায় নেমে লুটিয়ে পড়ে মারা যায়। ইন্দোরে ১৮ বছরের এক কিশোর কোচিং ক্লাসে এভাবেই লুটিয়ে পড়ে হৃদরোগে। বাঁচানো যায়নি তাঁকেও।

Comments :0

Login to leave a comment