একশো দিনের কাজে বাড়বে কি বরাদ্দ? গত একের পর এক বাজেটে কমেছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে সরকারি বরাদ্দ।
আবাস য়োজনায় আগের বারের বরাদ্দ খরচ হলো কি? কৃষি বা স্বাস্থ্য খাতে বরাদ্দ কতটা খরচ হলো পুরো অর্থবর্ষে?
এমন একাধিক প্রশ্নের জবাব মিলবে দুপুরের কিছু পরেই। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন।
গতবারের পূর্ণাঙ্গ বাজেটে দেখা গিয়েছিল এমনকি কৃষি খাতে বরাদ্দের তুলনায় খরচ কম করেছে কৃষি মন্ত্রক। বেশিরভাগ কৃষক সম্মান নিধি প্রকল্পে। ফলে কৃষি পরিকাঠামোই বড় ফাঁক রয়েছে।
ফসলের দামে নিশ্চয়তার আইন চাইছেন কৃষকরা। বাজেট কি কোনো ইঙ্গিত রাখবে?
মধ্যবিত্ত আয়কর ছাড় পাবে কিনা রয়েছে জানার আগ্রহ প্রবল। আবার কোষাগারীয় ঘাটতির লক্ষ্য কত, জানাবেন অর্থমন্ত্রী।
অর্থনীতিতে সবচেয়ে বড় দুই সমস্যা বেকারি ও মূল্যবৃদ্ধি মোকাবিলায় কী করবে সরকার, নজর রাখবে দেশ।
BUDGET
আজ বাজেটে নজর দেশের
×
Comments :0