Bhavnagar Flood Bus

সমুদ্রে ভেসে যাচ্ছিল বাস, ৮ ঘন্টা যুদ্ধের পর উদ্ধার ২৬ যাত্রীকে

জাতীয়

ভাবনগরে প্রবল স্রোতে ভেসে যাওয়ার মুখে বাস।

প্রবল স্রোতে ভাসছে বাস। পাঁচশো মিটার মাত্র দূরে সমুদ্র। সেদিকেই ভেসে যাচ্ছিল বড় বাস। প্রায় আট ঘন্টা লড়াই চালিয়ে উদ্ধার করা গিয়েছে ২৬ যাত্রীকে। গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা যাত্রীরা শুনিয়েছেন শুক্রবার। 
গুজরাটের ভাবনগরে হড়পা বানের মধ্যে পড়েছিল ওই বাস। তামিলনাডু এবং পুদুচেরি থেকে এই দর্শনার্থীরা এসেছিলেন ভাবনগরের কোলিয়াক গ্রামে। মাঝে আটকে পড়েন মালেশ্রী নদীর বানে। 
যাত্রী বোঝাই বাসে ছিলেন দশ মহিলাও। কোলিয়াকের এই অঞ্চলের মাত্র পাঁচশো মিটার দূরে খম্ভাত উপসাগর। 
বৃহস্পতিবার রাতে তখন প্রবল বৃষ্টি চলছিল। হেলিকপ্টার নামনোর সমস্যা ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যোগ দেয় উদ্ধারকারীদের সঙ্গে। বাসের জানালে ভেঙে বের করা ঝব যাত্রীদের। তোলা হয় একটি ট্রাকে। কিন্তু প্রবল বানে সেটিও আটকে থাকে। 
প্রায় আট ঘন্টা যুদ্ধের পর বের করে আনা গিয়েছে যাত্রীদের।

Comments :0

Login to leave a comment