Blood Donation

বীরু বসু স্মরণে রক্তদান শিবির বেলঘরিয়ায়

জেলা

রবিবার বেলঘরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় রক্তদান শিবির কমরেড বীরু বসু স্মরণে।

শ্রমিক আন্দোলনের প্রয়াত নেতা বীরু বসু স্মরণে রক্তদান শিবির হয়েছে বেলঘরিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। ছাত্র আন্দোলনেও একসময়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। রক্তদান শিবির ঘিরে রেল হকারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 
কমরেড বীরু বসুর দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে, রবিবার, রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি। ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, রাজ্য কমিটির  সদস্য সায়নদীপ মিত্র, পার্টিনেতা সুব্রত চ্যাটার্জি এবং রঞ্জিত সরকারও। 
রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্ব বহু মানুষ যোগ দেন অনুষ্ঠানে। রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতার এনআরএস হাসপাতালের ব্লাড ব্যাংক এবং সেন্ট্রাল ব্লাড ব্যাংকের কর্মীরা। রক্ত দেন প্রায় ১৩০ জন। 
বীরু বসু সর্বভারতীয় স্তরের ছাত্রনেতা ছিলেন। সিআইটিইউ অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়নের নেতাও ছিলেন তিনি। দক্ষিণবঙ্গ পরিবহণে শ্রমিক আন্দোলনের সংগঠকের দায়িত্ব পালন করেছেন তিনি। 

Comments :0

Login to leave a comment