অন্ধ্র প্রদেশের বিজয়নগরমে রেল লাইনে পাওয়া গিয়েছিল বীরভূমের রাজু টুডুর দেহ। পরিবার খবর জানলেও দেহ আনার উপায় ছিল না। বিজয়নগরম থেকে বুধবার দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করল সিআইটিইউ।
রাজমিস্ত্রির কাজ করতেন রাজু টুডু। বাবা জয়রাম টুডু। বীরভূমের দুবরাজপুরের খোশনগর গ্রামে বাড়ি। গত সোমবার তাঁর দেহ মেলে রেল লাইনে। চেন্নাই থেকে তিনি ফিরছিলেন বলে জানা গিয়েছে। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং ছয় ও দু’বছরের দুই নাবালক সন্তান।
খবর পেয়ে সিআইটিইউ’র নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক বলরাম চ্যাটার্জি যোগাযোগ করেন সংগঠনের অন্ধ্র প্রদেশ নেতৃবৃন্দের সঙ্গে। অন্ধ্র প্রদেশে পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেতা আলাউদ্দিন খানসামার সঙ্গেও যোগাযোগ করেন তিনি। শ্রমিক নেতৃবৃন্দ দেহ ফেরানোর জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
বুধবার আলাউদ্দিন খানসামা বিজয়নগরম থেকে জানিয়েছেন যে ময়না তদন্তের পর দেহ বীরভূমে বাড়ির পথে রওনা করানো হয়েছে। স্থানীয় এসএফআই নেতৃবৃন্দও সহযোগিতা করেছেন। তবে কিভাবে মৃত্যু হয়েছে রাজু টুডুর তা স্পষ্ট নয়।
আলাউদ্দিন বলেছেন, ট্রেনে করে ফিরছিলেন তিনি চেন্নাই থেকে। ট্রেন থেকে পড়ে গেলেন কিভাবে জানা যায়নি।
Migrant Death Andhra
অন্ধ্রে মৃত শ্রমিকের দেহ বীরভূমের বাড়িতে ফেরানোর ব্যবস্থা সিআইটিইউ’র

×
Comments :0