যে পঞ্চায়েত এক দিন ছিল গ্রামীণ মানুষের বন্ধু, আর এখন সেই পঞ্চায়েত হয়ে উঠেছে চোরেদের আখড়া। ১০০ দিনের কাজের মজুরি, থেকে শুরু করে আবাস যোজনার অর্থ সবকিছুতেই চলছে কাটমানি। এলাকার গরিব মানুষকে ঠকিয়ে তাদের পয়সা লুট করে শাসকদলের নেতা কর্মীরা ফুলে ফেঁপে উঠছে। এলাকার উন্নয়নে পঞ্চায়েত সহ স্থানীয় প্রশাসনের কোন ভূমিকায় এখন আর নেই। তাই দলে দলে যুবরা এখন বাইরে চলে যাচ্ছে কাজের সন্ধানে।
অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, প্রতিটি গরিব মানুষকে আবাস যোজনার ঘর দেওয়া, সমস্ত কৃষি পণ্যের গ্রুপ ইন্সুরেন্স চালু করা সহ চৌদ্দ দফা দাবিতে শুক্রবার সিপিআই(এম) বলরামপুর এরিয়া কমিটির উদ্যোগে বিডিও কে ডেপুটেশন দেওয়া হল। তার আগে এক বিশাল মিছিল গোটা এলাকা পরিক্রমা করে। ব্লকের সামনে অবস্থান-বিক্ষোভে বক্তব্য রাখেন সিপিআই(এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহ: ইব্রাহিম সহ গোবিন্দ মাঝি, অরুণ মাহান্তি প্রমুখ। সভাপতিত্ব করেন সমতল টুডু। এদিন জয়পুরের বিডিও-কেও ডেপুটেশন দেওয়া হয়েছে । উপস্থিত ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শ্যামল মাহাতো সহ ঊষারানী মাহাতো, সুব্রত মাহাতো, হলধর মাহাতো প্রমুখ।
CPI-M Balarampur
জব কার্ডের দাবিতে সিপিআই(এম)’র দাবিপত্র বলরামপুর, জয়পুরে

×
Comments :0