জেলের ভেতরে জাতভিত্তিক বৈষম্য রোধে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানালো সিপিআই(এম)। শুক্রবার সিপিআই(এম) পলিট ব্যুরো বিবৃতিতে বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার ব্যবস্থা নিতে হবে সব সরকারকে।
সুপ্রিম কোর্ট কারার ভেতর জাতভিত্তিক বৈষম্য বিলোপে তিন মাস সময় বেঁধে দিয়েছে। পলিট ব্যুরো দাবি, শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময় মেনে নির্দেশ প্রয়োগ করতে হবে।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কারার ভেতর জাতভিত্তিক বৈষম্য রোধে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, কারাবন্দিদেরও জীবনের মর্যাদা রয়েছে। জাতভিত্তিক বৈষম্যের সংস্থান রাখা সংবিধানবিরোধী।
আদালত রায়ে উল্লেখ করেছে যে কারাবন্দিদের খাবার বানানো থেকে বিভিন্ন কাজ দেওয়ার ক্ষেত্রে জাতের পরিচয় বিচার করা হয়। এমন সব বন্দোবস্ত হটানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
jail case bias Polit Bureau
জেলবন্দিদের জাতবৈষম্য বাতিলের রায়কে স্বাগত পলিট ব্যুরোর
×
Comments :0