TET Exam CPI(M)

টেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা, চাই স্বচ্ছতা: সুজন চক্রবর্তী

রাজ্য কলকাতা

TET Exam CPIM

টেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো সিপিআই(এম)। পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী শনিবার বলেছেন, প্রত্যেক পরীক্ষার্থীকে শুভেচ্ছা। পাশাপাশি পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং ফল প্রকাশে যাতে স্বচ্ছতা থাকে তা দেখতে হবে রাজ্য সরকারকে। এ রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা গুরুতর ধাক্কা খেয়েছে।

 

রবিবার রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। পরীক্ষার নিয়মাবলী সংক্রান্ত ১৬ দফা গাইডলাইন জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এবার ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১টি আবেদন জমা পড়েছে। ২০১৪’তে টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লক্ষ। প্রায় ২৩ লক্ষ আবেদন জমা পড়েছিল। 

চক্রবর্তী বলেছেন, শিক্ষকের শূন্যপদ যত সেই তুলনায় অনেক কম আসনে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবু অন্তত কিছুটা হোক। কিন্তু এ রাজ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্বচ্ছতা। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হলে কেউ আপত্তি করেন না। তুমুল অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে টাকার বিনিময়ে চাকরির বন্দোবস্ত করেছে তৃণমূল সরকার। সে জন্যই এত প্রতিবাদ হয়েছে। 

তিনি বলেন, টেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা। সেই সঙ্গে স্বচ্ছতার দাবিতে সরব থাকব আমরা।  

 

Comments :0

Login to leave a comment