সিপিআই(এম) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণে পূর্ব মেদিনীপুর জেলার পার্টির সমস্ত কার্যালয়ে শোক পালন হচ্ছে। শাখা, এরিয়া সহ জেলা কার্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। কুলবেড়িয়াতে পার্টির জেলা কার্যালয়ে সাধারণ সম্পাদকের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতৃবৃন্দ। নন্দীগ্রামে পার্টির কার্যালয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন নিরঞ্জন সিহি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জেলার কাঁথি, রামনগর, এগরা, পটাশপুর, প্রতাপদীঘি, ভগবানপুর, মুগবেড়িয়া, খেজুরি, হেঁড়িয়া, চন্ডীপুর, নন্দীগ্রাম, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, সুতাহাটা, তমলুক, শহীদ মাতঙ্গীনি, ময়না, নাইকুড়ি, পাঁশকুড়া, কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় শোক মিছিল, প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সিপিআই(এম) কর্মীরা। মেদিনীপুর শহরের মীরবাজার সিপিআই(এম) জেলা অফিস থেকে শোক মিছিল হয়। মিছিলে প্রবীন কমিউনিস্ট নেতা দীপক সরকার, জেলা কার্যকরী সম্পাদক বিজয় পাল সহ রাজ্য ও জেলা কমিটির পার্টি নেতৃত্ব সামিল হন। শহরের দীর্ঘ পথে শোক মিছিলে সামিল হন শতশত পার্টি কর্মী ও সমর্থরা। খড়্গপুর শহরের প্রেমবাজার, ইন্দা, খরিদা, ঘাটাল শহর সহ জেলার একাধিক স্থানে ও গঞ্জে শোক মিছিল বের হয়। এদিন সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরেও জেলা পার্টির কার্যালয় থেকে শোক মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে।
পূর্ব বর্ধমান জেলাজুড়ে পার্টির পতাকা ৭ দিন অর্ধনিমিত রাখা হবে। আগামী ৩দিন সমস্ত পার্টির কর্মসূচি বাতিল করা হয়েছে। এই খবর জানিয়েছেন সিপিআই(এম) জেলা সম্পাদক সৈয়দ হোসেন। বৃহস্পতিবার প্রয়াত পার্টির সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর পেয়েই মঙ্গলকোটের ক্ষীরগ্রামে শোক মিছিল অনুষ্ঠিত হয়। প্রয়াত কমরেডকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। এইই মিছিলে অংশ নিয়েছেন পার্টি নেতা দুর্যোধন সর, শাহাজাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণে শোক মিছিল বর্ধমান শহর পরিক্রমা করবে। জেলার অন্যান্য জায়গাতেই এদিন সর্বত্র শোক মিছিল অনুষ্ঠিত হবে। কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে কালনা শহর জুড়ে শোক মিছিল হয়। লাল পতাকাকে অর্ধনমিত করে সকলে এই মিছিলে অংশগ্রহণ করেন।
এদিন কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যু খবর পেয়ে সিউড়ি শহরে জেলা পার্টি দপ্তর সহ জেলার প্রতিটি পার্টি দপ্তরে পার্টির পতাকা তিন দিন অর্ধনমিত থাকবে। এবং পার্টির সমস্ত সাংগঠনিক কর্মসূচি বন্ধ থাকবে বলে, জানান পার্টি নেতা দীপঙ্কর চক্রবর্তী। তিনি জানান বোলপুর, সিউড়ি ও রামপুরহাট শহরে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানাতে শোক মিছিল হয়। এছাড়াও জেলার এরিয়া কমিটি গুলিতেও মৌন মিছিল হয়ছে বলে খবর পাওয়া গেছে।
প্রয়াত কমরেড সিতারাম ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এদিন সন্ধ্যায় সিপিআই(এম) বরানগরের দুটি এরিয়া কমিটি যুক্ত ভাবে একটি শোক মিছিল সংগঠিত করে। পার্টির পতাকা অর্ধনমিত করে বিটি রোডের টবিন রোড মোড় থেকে মিছিলটি বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। গোটা রাজ্যের সঙ্গে এদিন কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোক মিছিল হয় কলকাতার মেটিয়াবুরুজ ও যাদবপুরে। সিপিআই(এম) মধ্য যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে শোক মিছিল হয়। এদিন সিপিআই(এম) পোর্ট ২ এরিয়া কমিটি প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক মিছিল সংগঠিত করে।
Comments :0