Kerala Governor CPIM

রাজভবনে বসে সংবিধান বিরোধী কাজ, কেরালায় সরব সিপিআই(এম)

জাতীয়

কেরালার সদ্য প্রাক্তন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

‘সঙ্ঘ পরিবারের কর্মসূচি পালনে অসাংবিধানিক পদক্ষেপ নিয়ে গিয়েছেন আরিফ মহম্মদ খান।’
রাজ্যে রাজ্যপাল রদবদলের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেরালা রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন। খানকে কেরালা থেকে সরিয়ে বিহারের রাজ্যপাল করা হয়েছে। কেরালায় দায়িত্ব নিয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। 
মণিপুর, মিজোরাম, কেরালা এবং বিহারের রাজ্যপাল রদবদল করেছে কেন্দ্র। 
গোবিন্দন এই প্রসঙ্গে সংবাদমাধ্যমেরও সমালোচনা করেছে। তিনি বলেছেন, ‘‘সংবামাধ্যমে আরিফ মহম্মদ খানের পক্ষ নিয়ে যেভাবে একতরফা লেখা হয়েছে তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। রাজ্যপাল যিনিই হোন সংবিধান মেনে তাঁর কাজ করা উচিত।’’
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মেয়াদে বিরোধী দল রয়েছে সরকারে, এমন সব রাজ্যের সঙ্গেই দ্বন্দ্ব তীব্র হয়েছে রাজভবনের। কেরালায় এই দ্বন্দ্ব মারাত্মক চেহারা নিয়েছে একাধিক ঘটনায়। রাজ্যপাল আরিফ মহম্মদ খান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রকাশ্য সমালোচনাও করেছেন। রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্টকে একাধিকল দফায় অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে জনসমাবেশও করতে হয়েছে।   
 

Comments :0

Login to leave a comment