Child under car in Mumbai

মুম্বাইতে গাড়ির তলায় শিশু, গ্রেপ্তার এক কিশোর

জাতীয়

আটক করা গাড়িটি।

বেপরোয়া গাড়ির গতিতে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ওয়াদালা এলাকায় আম্বেদকর কলেজের কাছে। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম আয়ুশ লক্ষ্মণ কিনভাদে। সে তাঁর বাবার সাথে ফুটপাতে থাকে। তাঁর বাবা পেশায় একজন শ্রমিক।

পুলিশ সূত্রের খবর, শনিবার মাঝরাতে ১৯ বছর বয়সী এক কিশোর ওই গাড়িটি চালাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। সেখানেই বাবার সঙ্গে ফুটপাথেই ঘুমোচ্ছিল নিহত শিশুটি। গাড়ির তলায় চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবাও। স্থানীয় মানুষ আয়ুষ এবং তাঁর বাবাকে উদ্ধার করেন। কিন্তু শেষরক্ষা হয়নি মৃত্যু হয় আয়ুষের। ওই কিশোর গাড়িচালককে স্থানীয়েরা ধরে ফেলে খবর দেয় পুলিশে। পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। ওই কিশোরের নাম সন্দীপ গোলে। এই ঘটনা কি ভাবে ঘটলো তা তদন্ত করে দেখেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment