Climate Protest Davos

গ্রহকে ধ্বংস করছে কর্পোরেট, দাভোসে মিছিল

আন্তর্জাতিক

Climate Protest Davos প্রতিবাদী গ্রেটা।

বিশ্ব দাপানো কর্পোরেটের মাথা আর রাষ্ট্রনেতাদের সম্মেলন দাভোসে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের শেষ দিনে, শুক্রবার, প্রতিবাদ মিছিল করলেন পরিবেশ কর্মীরা। 

সুইৎজারল্যান্ডের দাভোসে শুক্রবারই শেষ হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের পাঁচদিনের বৈঠক। পরিবেশ কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন দাভোসেই। ছিলেন গ্রেটা থুনবার্গও। তাঁদের সঙ্গে কথা হয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফাতি বাইরলের। 

৯ লক্ষ পরিবেশ কর্মীর সই করা দাবি সনদ জমা পড়েছে দাভোসে। পরিবেশ কর্মীরা বলেছেন, ‘কর্পোরেটের মাথারা কথা রাখেন না। গ্রহকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।’ তাঁদের দাবি, প্রাকৃতিক গ্যাস এবং জীবাশ্ম জ্বালানির উৎপাদন বন্ধ করতে হবে এখনই। 

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব থেকে বিভিন্ন দেশের প্রধানরা অংশ নিয়েছেন সম্মেলনে। অংশ নেন বহুজাতিক কর্পোরেট কর্তারা।  

Comments :0

Login to leave a comment