কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত শোকজ্ঞাপন কর্মসূচি হয়েছে সিপিআই(এম) রাজ্য দপ্তরে। প্রবীণ নেতা বিমান বসুর সভাপতিত্বে উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, শ্রীদীপ ভট্টাচার্য, আভাস রায়চৌধুরী সহ পার্টি নেতা ও কর্মীরা।
সেলিম বলেছেন, ‘‘১৯ আগস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি। নিউমোনিয়া এবং ফুসফুসে সংক্রমণের বিভিন্ন জটিলতা ছিল। চব্বিশ দিন টানা লড়াইয়ের পর জীবনাবসান হয়েছে কমরেড সীতারাম ইয়েচুরির।’’
তিনি জানিয়েছেন আগামী ৭ দিন পার্টির সব দপ্তরে রক্তপতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার থেকেই হবে শোকমিছিল। চলমান প্রতিবাদ কর্মসূচি থাকলে শোক জ্ঞাপন করে তা হবে।
সেলিম জানান, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বামফ্রন্ট এবং অন্য বামপন্থী সংগঠনের কর্মসূচি চলবে। সিপিআই(এম) কর্মীরা কালো ব্যাচ পরে অংশ নেবেন। সিপিআই(এম)’র প্রকাশ্য সভা থাকলে তা স্থগিত হবে।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি জানিয়েছে যে ১৪ সেপ্টেম্বর কমরেড সীতারাম ইয়েচুরির দেহদান করা হবে। ‘এইমস’ হাসপাতালেই তাঁর দেহ দান করা হবে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায়।
ওই দিনই সকাল এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাঁর দেহ শায়িত থাকবে দিল্লির গোল মার্কেটে এ কে গোপালন ভবনে কেন্দ্রীয় কমিটির দপ্তরে।
Comments :0