লব মুখার্জী- বরানগর
ব্যাপক অংশের মানুষ কী ভাবে কোন পরিস্থিতিতে এগিয়ে আসেন তা বোঝার বিষয়ে জোর দিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র। তিনি বলেন, ঐতিহ্যকে ধরে রাখতে পারছি কিনা বিবেচনায় রাখতে হবে। মতাদর্শকে আয়ত্ত করে তাকে প্রয়োগ করার শিক্ষাই কমিউনিস্ট কর্মীদের মূল কথা। পরিস্থিতিকে ব্যবহার করা এবং অনুধাবন করা মতাদর্শ ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, মতাদর্শ আয়ত্ত করতে হয়। মতাদর্শ কোনো মন্ত্রপাঠ নয়।
সূর্য কান্ত মিশ্র মঙ্গলবার বরানগর রবীন্দ্র ভবনে বক্তব্য রেখেছেন। সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির প্রাক্তন সদস্য, বারাকপুর দক্ষিণ-পশ্চিম জোনাল কমিটি এবং বরানগর জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক, চটকল, পরিবহণ এবং বিড়ি শ্রমিক আন্দোলনের প্রাক্তন নেতা, বরানগর পৌরসভার পৌর প্রধান পরিষদের প্রাক্তন সদস্য প্রয়াত কমরেড কল্যাণ রায়ের স্মরণসভাতে বক্তব্য রাখছিলেন তিনি।
বামফ্রন্ট গঠনের সময় কাল অতিক্রম করে বর্তমান সমকালের মধ্যে দিয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ১৯৭৭ সালের আগের অভিজ্ঞতার উল্লেখ করেন তিনি। মিশ্র বলেন , মার্কসবাদ লেনিনবাদের দর্শন বুঝতে হবে। প্রথাগত শিক্ষাটাই সব ক্ষেত্রে মাপকাঠি নয়। খেতমজুর ও শ্রমিক কমিউনিস্ট কর্মীদের ভূমিকা থেকে এটা শেখা যায়। আসলে কমিউনিস্টদের বুঝতে হবে। কমিউনিস্ট পার্টিতে সব নেতাই কর্মী আবার সব কর্মীই নেতা।
মিশ্র ছাড়াও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা গোস্বামী, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাশ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি। সভাপতি ছিলেন পার্টির জেলা সম্পাদক মন্ডলী সদস্য তন্ময় ভট্টাচার্য। শোক প্রস্তাব পাঠ করেন তিনি।
কমরেড কল্যান রায়ের স্মৃতিচারণা করে বর্তমান সময়ের যোগ্য ভূমিকা পালন করার শপথ নেওয়ার আহ্বান জানান রেখা গোস্বামী। তিনি বলেন, বাস্তব সম্মত চিন্তা ও অভিজ্ঞতা থেকে কমরেড কল্যাণ রায় নিজের মূল্যায়ন নিজেই করতে পারতেন। বরানগরে স্বনির্ভর গোষ্ঠীকে জোরদার করার ক্ষেত্রে তাঁর আন্তরিক প্রচেষ্টা থেকে শিক্ষা নিতে হবে। ছিলেন,অত্যন্ত রসিক মানুষ।
পলাশ দাশ বলেন, মানুষের সাথে নিরন্তর সম্পর্ক রেখে সংগঠন আন্দোলনে সকলকে শামিল করার ক্ষেত্রে কমরেড কল্যাণ রায়ের দৃঢ় ভূমিকা ও লাগাতার কাজের ভূমিকা থেকে শিক্ষা নিতে হবে আমাদের।
মানস মুখার্জি বলেন, সাধারণ ভাবে মিছিলে হাঁটেন না এরকম বহু মানুষ এখন পথে নেমে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদী মানুষের সাথে নিরন্তর যোগাযোগ স্থাপন করতে হবে। কমরেড কল্যান রায়ের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, তিনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারতেন।
Comments :0