Manmohan Singh

মনমোহনের স্মৃতি সৌধ নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

জাতীয়

জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, অটল বিহারি বাজপেয়ীর মতো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের শেষকৃত্য হয়েছে বিশেষ জায়গায়। সেখানেই গড়ে উঠেছে তাঁদের স্মৃতি সৌধ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য যাতে বিশেষ জায়গায় হয় তার আবেদন করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু সেই আবেদন মানেনি মোদী সরকার। মনমোহন সিংয়ের শেষকৃত্য হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটেই। কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের সমালোচনা করেছে কংগ্রেস। যদিও বিজেপির দাবি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে তৈরি হবে স্মৃতি সৌধ, সেই কথা জানানো হয়েছে কংগ্রেসকে। 
কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার সিধু দাবি করেছেন স্মৃতি সৌধ তৈরি করা নিয়ে রাজনীতি করছে বিজেপি। আপ সাংসদ সঞ্জয় সিং প্রশ্ন তুলেছেন কেন মনমোহন সিংয়ের শেষকৃত্য রাজঘাটে করা হলো না। তিনি বলেন, শেষ কোন প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ ঘাটে হয়েছে তা জানা নেই।
বিজেপি পাল্টা প্রশ্ন তুলেছে মনমোহন সিং যা মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন সেই নরসিমহা রাওয়ের কোন স্মৃতি সৌধ কেন তৈরি করেনি কংগ্রেস। 
শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানান বিশেষ কোন জায়গায় মনমোহন সিংয়ের শেষকৃত্য করা হেক। সেখানেই তৈরি করা হোক তাঁর স্মৃতি সৌধ।

Comments :0

Login to leave a comment