Copa America 2024

কোপার দ্বিতীয় সেমিতে মুখোমুখি উরুগুয়ে কলম্বিয়া

খেলা

কাল ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় চার্লটের ব্যাংক অফ আমেরিকা ষ্টেডিয়ামে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে উরুগুয়ে ও কলম্বিয়া।

গ্রুপ পর্যায়ে ভালভারদে- আরাউহোদের উরুগুয়ে পানামা , বলিভিয়া ও ইউএসএকে হারিয়ে কোয়ার্টারে পেনাল্টিতে হারায় ব্রাজিলকে । অন্যদিকে , জেমস রদ্রিগেজ - অসপিনা - লুইজ ডিয়াজদের কলম্বিয়া কঠিন গ্রুপে প্যারাগুয়ে ও কোষ্টা রিকাকে হারিয়ে ড্র করে ব্রাজিলের সাথে । তারপর কোয়ার্টারে পানামাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে পৌঁছেছে তারা । অর্থাৎ কোপার দুই অপরাজেয় দলই আজ একে অপরের মুখোমুখি হতে চলেছে।

দক্ষতা ও প্রতিভার বিচারে এ বলে আমায় দেখ, ও বলে আমায়। একদিকে জেমস রদ্রিগেজ ও অসপিনার মতো অভিজ্ঞ প্লেয়ারদের সাথে সাথে রয়েছে ২৭ বছরের উইঙ্গার লুইজ ডিয়াজ। বর্তমানে যিনি লিভারপুলের মতো দলে খেলায় তিনিও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার । কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্টর লরেনজো দল সাজান ৪-২-৩-১ ছকে জেমস এবং ডিয়াজকে উইংয়ে রেখে । অভিজ্ঞতার বিচারে কিছুটা এগিয়েই ভালভারদে, আরাউহোদের উরুগুয়ে । তবে , ' লা সেলেস্টে ' দের সবথেকে দুর্বল জায়গাটা হলো ডারউইন নুনেজের গোল মিস এবং শক্তিশালী জায়গা হলো রোচেতের গোলকিপিং দক্ষতা । ব্রাজিলের বিরুদ্ধে  পেনালটিতে একক কৃতিত্বে জয় ছিনিয়ে এনেছিলেন নাসিওনালের এই গোলরক্ষক।  মূলত ৪-২-৩-১ ছকে দল সাজান আর এক আর্জেন্টাইন কোচ উরুগুয়ের  মার্সেলো বিয়েসলা।

এর আগে দুই দল মোট ১৫ বার মুখোমুখি হয়েছে । যার মধ্যে ৭ বারই জয় পেয়েছে উরুগুয়ে এবং মাত্র ৩ বার জয়ের মুখ দেখেছে কলম্বিয়া ।

স্প্যানিশ ভাষায় এই দুই দেশকে তাদের সমর্থকরা ভালোবেসে ডাকেন ' লা সেলেস্তে ' এবং ' লা ট্রিকালার ' ।  বাংলায় এই দুই শব্দের মানে ' নীল আকাশ ' এবং ' তেরঙ্গা ' ।  এখন দেখার এই ম্যাচের ফেভারিট উরুগুয়ের নীল আকাশের বুক চিড়ে কলম্বিয়া নিজেদের তেরঙ্গার রঙের বিচ্ছুরণ ঘটাতে পারে কিনা ।

Comments :0

Login to leave a comment