প্রসূন ভট্টাচার্য: মাদুরাই
সকাল থেকেই মাদুরাইয়ে জনতার ঢল। এসেছেন কুচকাওয়াজ করে স্বেচ্ছাসেবকরা। এসেছেন তামিলনাডুর সব প্রান্ত থেকে জনতা।
প্রতিনিধি অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমএ বেবি। বিকেল থেকে শুরু হয়েছে প্রকাশ্য সমাবেশ। মাঠ ছাপিয়ে গিয়েছে জমায়েতে।
রবিবার সকাল থেকেই সমাবেশ স্থলে দেখা যাচ্ছে ছোট বড় মিছিল, বাস, গাড়ি ও মানুষের জমায়েত। স্বেচ্ছাসেবকরা প্রস্তুত শেষ দিন। পার্টি কংগ্রেসকে ঘিরে আবেগ তীব্র থাকলেও সুশৃঙ্খল সমাবেশই হয়েছে।
তামিলনাডুতে স্বাধীনতার লড়াইয়ের হাত ধরে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে। পি রামমূর্তি, এন শঙ্করাইয়া, আর উমানাথের মতো কমিউনিস্ট নেতারা ব্রিটিশ জেলে বন্দি থেকেছেন। সেই ঐতিহ্য স্মরণ করেছে এদিনের সমাবেশ। বিভাজন আর জীবিকা ধ্বংসের নয়া উদারবাদী অর্থনীতি, দুয়েরই বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছেন জনতা।
পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা সহ অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ গিয়েছেন প্রকাশ্য সমাবেশে। প্রত্যেকে অপেক্ষা করছেন শেষ পর্ব পর্যন্ত।
সমাবেশের কাজ শুরু হয় ঠিক পাঁচটায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে চলল তালে তালে র্যাপ গান। সেই গানের মাধ্যমেই প্যালেস্তাইনে ইজরাইলী হানার প্রতিবাদ করা হলো। ‘কমরেড গ্যাংস্টার’ নামে এই সংস্কৃতিক দলের অনুষ্ঠানে তাল মেলালেন জনতা।
Comments :0