DROHER CARNIVAL

স্লোগান বিচারের দাবিতে, দ্রোহের কার্নিভালে জনজোয়ার

রাজ্য কলকাতা

দ্রোহের কার্নিভালে ভিড় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চেও। ছবি: অচ্যুৎ রায়

মুহূর্মুহূ স্লোগান উঠছে বিচারের। বিপুল সংখ্যায় মানুষ ভির জমাচ্ছেন। কারুর হাতে কালো বেলুন, তো কারুর মাথায় স্লোগান লেখা ফেট্টি। রেড রোডে ঢাকের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে জনগণের স্বরের কাছে।

দ্রোহের কার্নিভাল শুরু আগে ঠিক এমনই ছবি ধর্মতলা চত্বরে। এদিনই সরকারি খরচে কার্নিভাল। কাছেই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ। আর জি কর হাসপাতালে নিহত ধর্ষিত চিকিৎসকের বিচারের দাবিতে চলছে নয়দিন। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের ডাকে মঙ্গলবার কার্নিভাল, দ্রোহের কার্নিভাল। বিচারের দাবি আর প্রমাণ লোপাটে দায়ী সকলকে বিচারপ্রক্রিয়ার আওতার আনার দাবিতে এই কার্নিভাল। আর কোনও ‘অভয়া’ যেন না হয় কোথাও, সেই দাবিতে এই কার্নিভাল, জানিয়েছেন চিকিৎসকরা। যোগ দিচ্ছেন বিভিন্ন অংশের মানুষ। 

Comments :0

Login to leave a comment