DYFI JALPAIGURI

বৃষ্টির মধ্যে সমাবেশ থেকে জলপাইগুড়িতে শুরু যুব সমাবেশ

জেলা

ময়নাগুড়ি ধর্মশালায় সমাবেশে মীনাক্ষী মুখার্জি।

উত্তরবঙ্গের জেলাগুলিতে মাসাধিক কাল তীব্র  গরম। জীবনযাত্রা পর্যুদস্ত। গত দু’দিন থেকে আবার বৃষ্টি। শনিবার দুপুরের দিকে  বৃষ্টি  কিছু সময় বিরতি দেবার পর ময়নাগুড়ি  ধর্মশালায় জলপাইগুড়ি জেলা  ডি ওয়াইএফআইয়ের  ২৩ তম জেলা সন্মেলনের পতাকা  উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। পতাকা উত্তোলন করার পর প্রতিনিধিদের বিরাট মিছিল ময়নাগুড়ি  ফুটবল ময়দানে জনসভা  মঞ্চের সামনে এসে শেষ  হয়। 

প্রকাশ্য সমাবেশে বক্তব্য রেখে সমাবেশ শুরু হয়। রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখতে শুরু করতেই ফের ঝেঁপে বৃষ্টি  নামে। সভায়  মীনাক্ষী  বলেন,  ‘‘দুর্যোগ  এ রাজ্যের  সব মানুষের  জীবনে  নেমে এসেছে। হাতে কাজ মাথার উপর ছাদ, শিক্ষা  চিকিৎসা  সব ক্ষেত্রেই চুরি দূর্নীতি করে তৃণমূল  মানুষের  জীবনকে দুর্বিষহ  করে তুলেছে। ডিওয়াইএফআই  জন্মলগ্ন থেকে শিক্ষা  চিকিৎসা  খাদ্য কাজের দাবিতে লড়াই করে আসছে। এই লড়াই চলবে।’’

মীনাক্ষী মুখার্জি  সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  বলেন, ‘‘ গত এক দশকের বেশি সময়  ধরে তৃণমূল পরিচালিত  সরকারের কাজ দেখে হতাশ। বাড়ি পায়নি কাজ পায়নি চিকিৎসা পায়নি বন্যার থেকে মুক্তি পায়নি। আর জি করে  একটি  ঘটনা ঘটেছে তা নয়। এই সময়কালে  রাজ্যে  অসংখ্য  এই ধরনের  ঘটনা  ঘটে  গেছে। মানুষ  কার কাছে গিয়ে বিচারের  দাবি  লিপিবদ্ধ  করবে? মানুষ  প্রতিবাদ  করতে সাহস  পাচ্ছে না কেন? মানুষ  মনে  করছে যাদের কাছে যাব তারাই এই সব ঘটনার সাথ  যুক্ত।  সেকারণেই  অনেক  তৃণমূল  বিজেপির  সমর্থক  বলতে বাধ্য হচ্ছেন বাম আমলে  এই দুর্দশা  আমাদের  দেখতে  হয়নি।’’

প্রকাশ্য সমাবেশে  বক্তব্য রাখেন  রাজ্য সভাপতি  ধ্রুব জ্যোতি  সাহা, রাজ্য নেতা বিকাশ ঝা,  জলপাইগুড়ি জেলা সম্পাদক  প্রদীপ  দে প্রমুখ।  

Comments :0

Login to leave a comment