মর্মান্তিক দুর্ঘটনা সল্টলেকে। মারা গেলেন বাইক আরোহী ডেলিভারি ভয়। জ্বলন্ত গাড়ি ধাক্কা দেয় তাঁকে। হলসে মৃত্যু হয়েছে যুবকের, দাবি স্থানীয়দের। ঘটনার পরই তুমুল বিক্ষোভ ছড়ায় সল্টলেকের নিউ ব্রিজ এলাকায়।
জানা গিয়েছে একটি চারচাকার গাড়িতে আগুন লেগে যায় বুধবার সন্ধ্যায়। গাড়িটি ধাক্কা দেয় রেলিংয়ে। ধাক্কা দেয় একটি বাইকে। এক ডেলিভারি ভয় চালাচ্ছিলেন বাইকটি। তিনি র বেরতে পারেননি। তাঁর বাইকে লেগে যায় আগুন। মারাত্মক দগ্ধ হন তিনি।
জানা গিয়েছে মৃতের নাম রাহুল মণ্ডল। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। রাস্তা অবরোধ করতে যান তাঁরা। পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ, আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করার চেষ্টা করেনি। তাদের সামনেই মর্মান্তিক এই কাণ্ড হয়েছে।
বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা। এদিনও বিক্ষুব্ধ জনতার কথায় সেই ক্ষোভ ধরা পড়েছে। একাংশ বলেছেন, উদ্ধার না করে পুলিশ ভিডিও বানাচ্ছিল।
পুলিশ জানায় যে রাস্তা অবরোধ করতে গেলে টিয়ার গ্যাস ছোঁড়া হয়েছে। জনতা ঢিল ছুঁড়েছে বলে অভিযোগ পুলিশের। উত্তেজনা সন্ধ্যার পরও রয়েছে এলাকায়।
Salt Lake ACCIDENT
জ্বলন্ত গাড়ির ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের, তুমুল বিক্ষোভ সল্টলেকে

×
Comments :0