রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার ফলে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। বঙ্গোপসাগরে সেই নিন্মচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শক্তি বাড়িয়ে ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হবে। আশঙ্কা করা হচ্ছে এই অতি গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। সেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'ডানা'। এই নাম দিয়েছে কাতার। কিন্তু এর ল্যান্ডফল কোথায় হবে তা নিৰ্দিষ্ট করে জানা যায়নি। আবহাওয়া দফতর সূত্রের খবর অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার উপকূলের স্থলভাগে 'ডানা'র ল্যান্ডফল হতে পারে।
এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জেরে ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। এটি মধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
Comments :0