সিপিআই(এম) হুগলী জেলার ২৫তম সম্মেলন থেকে সর্ব্বসম্মতিক্রমে জেলা সম্পাদক পদে পুননির্বাচিত হলেন দেবব্রত ঘোষ। সোমবার জেলা সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৬৫ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়। এর মধ্যে ১৪ সদস্য নতুন এবং মহিলা সদস্য ১০ জন। নতুন জেলা কমিটির প্রথম সভায় জেলা সম্পাদক হিসাবে দেবব্রত ঘোষ পুননির্বাচিত হন। একই সঙ্গে আগামী রাজ্য সম্মেলনের জন্য ২০ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সভা পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এই নিয়ে দেবব্রত ঘোষ তৃতীয়বার জেলা সম্পাদক নির্বাচিত হলেন।
এদিনই সিঙ্গুরের দলুইগাছা বাণী সঙ্ঘ স্টেডিয়ামে তিনদিনের এই সম্মেলন শেষ হয়। সম্মেলনে মোট ৪৩৫ জন প্রতিনিধি ও দর্শক উপস্থিত ছিলেন। এর মধ্যে পুরুষ ৩৪৪ জন এবং মহিলা ৮২ জন। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলেন কৌশিক নন্দী। তাঁর বয়স ২৩ বছর ৭ মাস ৮ দিন এবং প্রবীনতম প্রতিনিধি ছিলেন ৯১ বছর বয়সি মণীন্দ্রনাথ জানা। সবচেয়ে বেশি, ২৪ বার জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন রেবতী মোহন সাহা। তিনি ১৯৫৭ সাল পার্টিতে যোগদানের করেন। উপস্থিত প্রতিনিধিদের মধ্যে শ্রেণি উৎস অনুযায়ী ৮৪ জন শ্রমিক, গরিব কৃষক ৭৯ জন এবং ৪৬ জন খেতমজুর। রাজনৈতিক কারণে সবচেয়ে বেশি কারাবাস করছেন আশুতোষ মুখার্জি। সর্বোচ্চ কারাবাসের সময় ৬ বছর ৩ মাস। মিথ্যা মামলা আছে মোট ১১ জন প্রতিনিধির বিরুদ্ধে। আত্মগোপনে থাকতে হয়েছে ৭২ জনকে। সর্বোচ্চ সময় আত্মগোপনকারীর নাম অভয় ঘোষ। তিনি ১২ বছর ৭ মাস আত্মগোপনে থেকে পার্টির কাজে অংশ নিয়েছেন।
cpi(m) Hooghly conference
হুগলীতে সম্পাদক পদে পুননির্বাচিত দেবব্রত ঘোষ
×
Comments :0