প্রতীম দে
লেখা হচ্ছে নতুন ইতিহাস। রাজপথে দাঁড়িয়ে শাসককে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের মানুষ। দাবি একটাই বিচার চাই। আর জি করের বিচার চাই। ধর্মতলা রানী রাসমণি যখন মানুষের দখলে, তখন রেড রোডে মমতা ব্যানার্জি ব্যস্ত পুজো কার্নিভালে।
অবরুদ্ধ ধর্মতলা। অনশন মঞ্চ থেকে শুরু মানব বন্ধন। ক্রমশ বড় হচ্ছে মানব বন্ধন। রানী রাসমণি থেকে কাতারে কাতারে মানুষ হাত ধীরে এগিয়ে আসছেন মানব বন্ধনের জন্য। জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার মানব বন্ধনের ডাক দিয়েছিলেন।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন দ্রোহের কার্নিভালে। সবার মুখে একটাই স্লোগান তিলোত্তমার বিচার চাই। এসেছেন পানিহাটির মানুষ। তিলোত্তমা ওই এলাকারই মেয়ে ছিলেন তিলোত্তমা।
অফিস থেকে আধ বেলা কাজ করে দ্রোহের কার্নিভালে এসেছেন রজত বিশ্বাস। তিনি জানেন বেতন কাটা হবে। তবু তিনিই বলছেন, ‘‘জানি বেতন কাটা যাবে তাও এসেছি। আজ যে আন্দোলন লড়াই চলছে তার সঙ্গে প্রতিটি মানুষের স্বার্থ যুক্ত।’’
অনেকের হাতে দেখা যাচ্ছে প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন, সুভাষ চন্দ্র বসুর ছবি দেওয়া প্ল্যাকার্ড। যাতে লেখা, ‘মাস্টারদার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’।
স্লোগানের সাথে সাথে চলছে প্রতিবাদী গান, নাটক।
Comments :0