চুপিচুপি ‘এসআইআর’-র নির্দেশিকা কেন, ব্যাখ্যা নেই। কম্পিউটারে পরীক্ষা করা সহজ এমন ভোটার তালিকা কবে, উত্তর নেই। তবু ‘ভোট চুরি’-র অভিযোগে সরব হওয়ায়, নাম না করে, বিরোধীদের দায়ী করল নির্বাচন কমিশন।
রবিবারই বিহারের সাসারাম থেকে পনের দিনের ‘ভোট অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। দিল্লিতে সংসদ ভবন থেকে কমিশনের দপ্তর অভিমুখে এর আগে একজোটে মিছিল বের করেছে বিরোধীরা। বিহারে এসআইআর’র পর রবিবারই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলো কমিশন। এতদিন ‘সূত্রের’ উল্লেখ করে বক্তব্য জানানো চলছিল।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অপর দুই নির্বাচন কমিশনার এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন। কুমার বলেছেন, ‘‘সব দলই নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়ে ভোট লড়ে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে স্বচ্ছ ভোটদান প্রক্রিয়ার পক্ষে ভূমিকা নেয়। এই দায়িত্ব কমিশন পালন করবে। কমিশনের কাছে শাসক বা বিরোধীর ফারাক নেই।’’
মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, ‘‘বিহারে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’’ তাঁর ব্যাখ্যা, ভোটার তালিকা বরাবরই সংশোধন করা হয়। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ প্রত্যেক ভোটারের থেকে ফর্ম নিয়ে নতুন করে নাম তোলা হচ্ছে। অনেকে এক জায়গা থেকে অন্যত্র চলে যান। দেখা যায় সেই ব্যক্তির দু’জায়গায় নাম রয়েছে। এসআইআর করা হলে এই ত্রুটি কাটিয়ে নেওয়া যায়।
এদিন এক প্রশ্নে কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে তিনি এবং দুই নির্বাচন কমিশনারই তা ঠিক করবেন। উল্লেখ্য, বিহারে এসআইআর’র সময়েও রাজনৈতিক দলগুলিকে আলোচনায় যুক্ত করা হয়নি। ২৪ জুন কমিশন একতরফা নোটিশ জারি করে দেয়। যে কারণে নিরপেক্ষতা ঘিরে প্রশ্ন গভীর হয়েছে।
কুমার বলেছেন, ‘‘কমিশনের কর্মী সামান্য। ফলে রাজ্য প্রশাসনের থেকে কর্মী নিয়ে বুথ স্তর পর্যন্ত কাজ হয়। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বিনিয়ন্ত্রিত।’’ তিনি বলেছেন, ‘‘লোকসভা নির্বাচনের সময় এক কোটি বেশি কর্মচারী, ১০ লক্ষ বুথ এজেন্ট এবং ২০ লক্ষ পোলিং এজেন্ট প্রার্থীদের হয়ে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থেকেছেন। এত মানুষের সামনে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে ভোট চুরি কি করা যায়?’’
করা যে যায় তা কমিশনেরই ভোটার তালিকা থেকে একের পর এক তথ্য তুলে দেখিয়েছিলেন রাহুল গান্ধী। লোকসভা ভোটে কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র মহাদেবপুরার তথ্য তুলে রাহুলের অভিযোগ ১ লক্ষ ২৫০ ভোট চুরি হয়েছে। তার মধ্যে একজনের নাম একাধিক জায়গায় রয়েছে, একটি ঠিকানায় বিপুল সংখ্যক নাম রয়েছে।
রবিবারও রাহুল বিহারে বলেছেন, ‘‘লোকসভা নির্বাচনে জনতার রায়ে সরকার গঠিত হয়নি। ভোট চুরি হয়েছে। বিহারে এসআইআর করে ফের ভোট চুরির ব্যবস্থা হচ্ছে।’’ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোলা সেই অভিযোগের সাফাই দেওয়ার চেষ্টা এদিন করেছে কমিশন। রাহুল বলেছিলেন কম্পিউটারে পরীক্ষাযোগ্য ভোটার তালিকা কমিশন চাইলেও দিচ্ছে না। তা’হলে বহু জায়গায় এই ভোটচুরি আরও স্পষ্ট হবে। এদিন কমিশন এমন তালিকা প্রকাশের ঘোষণা করেনি। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী অংশ নেন সাংবাদিক সম্মেলনে।
SIR Election Commission
শাসক-বিরোধী কারও পক্ষে নই, রাহুলের যাত্রা শুরুর দিনে দাবি কমিশনের

×
Comments :0