কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে বিধানসভায় গরিষ্ঠতার সুস্পষ্ট আভাস মেলেনি বুথ ফেরত সমীক্ষায়।
জম্মু ও কাশ্মীর বিধানসভায় মোট আসন ৯০টি।
‘অ্যাক্সিস মাই ইণ্ডিয়া’-র সমীক্ষার অনুমান অনুযায়ী কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স রাজনৈতিক বিন্যাস পেতে পারে ৩৫-৪৫ আসন। কুলগাম আসনে সিপিআই(এম) প্রার্থী ইউসুফ তারিগামিকে সমর্থন করছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স।
এই সমীক্ষার অনুমান বিজেপি পেতে পারে ২৪-৩৪টি আসন। পিডিপি পেতে পারে ৪-৬ আসন। অন্যরা পেতে পারে ৮ থেকে ২৩টি আসন। প্রায় প্রতিটি রাজনৈতিক বিন্যাসের ক্ষেত্রেই সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি আসনের পূর্বাভাসে ফারাক যথেষ্ট।
‘ইন্ডিয়া টুডে-সি ভোটার’ কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের পক্ষে অনুমান ৪০-৪৮ আসনের। বিজেপি’র পক্ষে অনুমান ২৭-৩২ আসনের। পিডিপি এবং অন্যদের পক্ষে অনুমান যথাক্রমে ৬-১২ এবং ৬-১১ আসনের।
পিডিপি জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ মঞ্চের অংশ হলেও জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে সমঝোতা হয়নি।
২০১৯’র ৫ আগস্ট পুর্ণরাজ্য জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে বিজেপি। কংগ্রেস এবং সহযোগীদের পক্ষে পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার দাবি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। সন্ত্রাসবাদ রোধে সাফল্যের দাবিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে বিজেপি।
‘দৈনিক ভাস্কর’-র সমীক্ষার অনুমান কংগ্রেস ৩৫-৪০ আসন বিজেপি ২০-২৫ আসন, পিডিপি ৪-৭ আসন এবং অন্যরা ১২-১৮ আসন।
পিপলস পালস-র অনুমান কংগ্রেস জোটের ৪৬-৫০ আসন, বিজেপি’র ২৩-২৭ আসন, পিডিপি’র ৭-১১ আসন এবং অন্যরা ৪-৬ আসন।
বুথ ফেরত সমীক্ষার ফল যদিও অনেক ক্ষেত্রেই একেবারে মেলেনি।
জনতার রায় কী বোঝা যাবে ৮ অক্টোবর, গণনা শুরু হলে।
EXIT POLL JAMMU AND KASHMIR
বুথফেরত সমীক্ষা: কংগ্রেস জোটের পক্ষে ৩৫-৫০ আসনের অনুমান জম্মু ও কাশ্মীরে
×
Comments :0