ডুরান্ডে আর হচ্ছে না ডার্বি। তার জন্য অপেক্ষা করতে হবে আইএসএল পর্যন্ত। কারণ বুধবার শিলঙয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লাজংয়ের কাছে ২ - ১ গোলে হেরে ডুরান্ড থেকে ছিটকে গেলো ইস্টবেঙ্গল ।
শিলঙয়ের ঠান্ডা আবহাওয়ায় প্রথমে একটু শ্লথ গতিতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে দেখে নিয়েই আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছিল তারা। কিন্তু সেই সুযোগ দিল না পাহাড়ের দলটি। ম্যাচের ৮ মিনিটেই গোল করে লাজংকে এগিয়ে দেন সিলভা। প্রথমেই গোল খেয়ে একটু হতচকিত হয়ে যায় লাল হলুদ । প্রথমার্ধে উইং থেকে বেশ কয়েকটি সেন্টার করেও গোল করতে ব্যর্থ হন নন্দারা ।
দ্বিতীয়ার্ধেও দেখা মিলছিল সেই একই ছবির। বিষ্ণুর বেশ কয়েকটি সুন্দর সেন্টার থেকেও গোল মিস করছিলেন ডিয়ামেন্টেকোস। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে খুললো ডিফেন্সের লক গেট । বিষ্ণুর সেন্টার থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান নন্দা কুমার । কিন্তু এই সমতা স্থায়ী হলনা বেশিক্ষণ। ম্যাচের ৮৪ মিনিটে লাল হলুদের ডিফেন্সের ভুলে গোল করে ফের লাজংকে এগিয়ে দেন ফিগো। গোল খাওয়ার পরে কোচ কুয়াদ্রাত নামিয়ে দেন হেক্টর ইউসতেকে । কিন্তু ডেবিউ ম্যাচটি একদমই ভালো গেলনা তার । ২ - ১ গোলে হেরে ডুরান্ড থেকে ছিটকে গেলো ইস্টবেঙ্গল।
Comments :0