কৃষিক্ষেত্রের বাইরে বছরে ৭৮.৫১ লক্ষ কাজ প্রতি বছরে সৃষ্টি করা দরকার। জনসংখ্যার বৃদ্ধি এবং শ্রমের বাজারে নতুন কর্মক্ষম যুবদের কাজ দেওয়ার জন্যই দরকার এই সংখ্যায় কাজ তৈরি করা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
দেশের মুখ্য অর্থনৈতিক অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের নেতৃত্বে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তৈরি অর্তনৈতিক সমীক্ষা রিপোর্টেই এই বাস্তবতা স্বীকার করা হয়েছে। কিন্তু কর্মসংস্থানে ঘাটতির জন্য দায়ী করা হয়েছে কর্পোরেট ক্ষেত্রকে।
রিপোর্টে বলা হয়েছে, কর্পোরেট ক্ষেত্রকে কাজ বাড়াতে হবে। বেশি কর্মসংস্থান দিতে হবে। বাড়াতে হবে মজুরি। বলা হয়েছে, সরকার কর্পোরেট কর ছাড় দিয়েছে যাতে মূলধন সঞ্চয় বাড়ে। কিন্তু কর্পোরেট ক্ষেত্রের থেকে প্রয়োজনীয় সাড়া আসছে না।
বেসরকারি কর্পোরেট ক্ষেত্র নির্ভর বৃদ্ধির মডেলে কর্মসংস্থানহীন বৃদ্ধির এই বাস্তবতা স্বীকার করতে হয়েছে সমীক্ষা রিপোর্টে।
বলা হয়েছে, যন্ত্রাণুষঙ্গ এবং মেধাসত্ত্ব পণ্যে তিন বছরে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ মাত্র ৩৫ শতাংশ বেড়েছে। উলটোদিকে বাড়িঘর, কাঠামো নির্মাণে তিন বছরে বিনিয়োগ ১০৫ শতাংশ বৃদ্দি পেয়েছে। ভারসাম্যের এই অভাবের কারণে মোট জাতীয় উৎপাদনে কারখানা উৎপাদন বা ম্যানুফাকচারিং ক্ষেত্রের ভাগ বাড়তে সমস্যা হচ্ছে।
বলা হয়েছে, ‘‘কর্পোরেট মুনাফা বাড়ছে উল্লেখযোগ্য মাত্রায়। কিন্তু নতুন কর্মসংস্থান এবং কর্মীদের প্রাপ্য গতি পাচ্ছে না। এই ফারাক মোকাবিলায় ব্যবস্থা নেওয়া উচিত।’’
অর্তনৈতিক সমীক্ষায় হিসেব, দেশে কর্মরতদের সংখ্যা ৫৬.৫ কোটি। কিন্তু ৪৫.৫ শতাংশই কাজ খুঁজে পায় কৃষিতে। ১১.৪ শতাংশের কাজ হয় কারখানা উৎপাদন ক্ষেত্রে, ২৮.৯ শতাংশ কাজ দেয় পরিষেবা ক্ষেত্র এবং ১৩ শতাংশ কাজ দেয় নির্মাণ শিল্প।
নির্মাণ শিল্পের ক্ষেত্রে রাস্তা বা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বেশিরভাগই নির্ভর করে সরকারের ওপর। প্রশ্ন হলো, তা’হলে বেসরকারি ক্ষেত্রকে প্রচুর সুবিধা দেওয়ার নয়া উদারবাদী নীতি কোন কাজে লাগল।
সমীক্ষা রিপোর্টে দাবি, ‘‘শ্রমের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার গত ছব বছরে বাড়ছে। দাবি করা হয়েছে ২০২৩ অর্থবর্ষে নারীদের কর্মসংস্থানের হার কমে ৩.২ শতাংশ হয়েছে।’’
তবে বেসরকারি সমীক্ষক প্রতিষ্ঠান সিএমআইই’র তথ্য সরকারি দাবিকে একেবারেই সমর্থন করছে না। গত বছরের ডিসেম্বরের সমীক্ষায় এই প্রতিষ্ঠান বলেছে নারীদের কর্মহীনতার হার ১৪.৯ শতাংশ। এ বছরের জানুয়ারিতেও সেই হার ১১ শতাংশ। গত বছরের জানুয়ারিতে নারীদের কর্মহীনতার হার ছিল ১৩.৫ শতাংশ।
Economic Survey Unemployment
সমীক্ষা: কর্মসংস্থানের হালে উদ্বেগ, কাজে আসছে না কর্পোরেট-বান্ধব নীতি
×
Comments :0