Election Results 2024

এক নজরে ভোটের ফল

জাতীয় রাজ্য

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা আসন ও ২টি লোকসাভ নির্বাচনের গণনা শুরু হয় শনিবার সকালে। পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের যেমন কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এই বিধানসভা উপ নির্বাচনের গণনাও এদিন শুরু হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচনের ছয় আসনের সবগুলোতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্র বিধানসভা ভোটে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি তথা এনডিএ জোট। বিজেপির ভরাডুবি নিশ্চিত করে ঝাড়খন্ডে আবার ক্ষমতায় ফিরল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।  
বিজেপি'র মুখ থুবড়ে পড়লো ঝাড়খণ্ডে। এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি পেয়েছে ৩৩.৩০ শতাংশ ভোট।  জেএমএম- কংগ্রেস জোট পেয়েছে মোট ৩৮.৭০ শতাংশ ভোট। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১ আসন। 
সন্ধ্যে পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ঝাড়খন্ড মুক্তি মোর্চা ২০ টি আসনে জয়লাভ করেছে এবং ১৪ টি আসনে এগিয়ে রয়েছে। ১২ টি আসনে জয়লাভ করেছে বিজেপি ও ৯ টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে ১০ টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস এবং ৬ টি আসনে এগিয়ে রয়েছে। লালু প্রসাদ যাদবের আরজেডি ১ টি আসনে জয়লাভ করেছ ৩ টি আসনে এগিয়ে রয়েছে। সিপিআই (এমএল) লিবারেশন ইতিমধ্যে ২ টি আসনে জয় লাভ করেছে। ফলে, জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট জয়ী এবং এগিয়ে ৫৫ আসনে। পঞ্চাশের ওপর আসন প্রায় নিশ্চিত করেছে কংগ্রেস জোট।
মহারাষ্ট্রের নান্দেদে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ সান্তুকরাও মারোত্রাও হামবার্ডে প্রথমে এগিয়ে ছিলেন। রাত বাড়তেই দেখা গেল এগিয়ে যাচ্ছেন কংগ্রেস প্রার্থ চ্যবন রবীন্দ্র বসন্তরাও। হাড্ডাহাড্ডি লড়াই করে তিনি জয়ী হলেন ১ হাজার ৪৫৭ ভোটে। 
কেরালার ওয়েনাড়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে জয়ী হয়েছেন তিনি। 
আসামের ধলাই বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী ৯০৯৮ ভোটে জয়ী হয়েছেন, সিডলি বিধানসভা উপ- নির্বাচনে জয়ী হয়েছেন ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্মা। তিনি জয়ী হয়েছেন ৩৭ হাজার ১৬ ভোটে। 
বঙ্গাইগাঁও বিধানসভা উপ-নির্বাচনে অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরি জয়ী হয়েছেন ৩৫ হাজার ১৬৪ ভোটের ব্যাবধানে। বেহালি বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী দিগন্ত ঘাটয়াল জয়ী হয়েছেন ৯ হাজার ৫১ ভোটে। সমাগুরি বিধানসভা উপ- নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপলু রঞ্জন শর্মা। তিনি জয়ী হয়েছেন ২৪ হাজার ৫০১ ভেটের ব্যাবধানে।  
বিহারের তরারি বিধানসভা উপনির্বাচনে ১০ হাজার ৬১২ ভোটে জয়ী বিজেপি প্রার্থী ভীশাল প্রশান্ত। রামগড় বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক কুমার সিং জয়ী হয়েছেন ১ হাজার ৩৬২ভোটে।  ইমামগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে (বিজেপি সঙ্গী) এইচএএমএস প্রার্থী দীপা কুমারী জয়ী হয়েছেন ৫ হাজার ৯৪৫ ভোটে। বেলাগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জেডি(ইউ) প্রার্থী মনোরমা দেবী জয়ী হয়েছেন ২১ হাজার ৩৯১ ভোটের ব্যাবধানে। 
ছত্তিশগড় রায়পুর সিটি সাউথ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী সুনীল কুমার সোনি জয়ী হয়েছেন ৪৬ হাজার ১৬৭ ভোটে। 
গুজরাটের ভাভ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ২ হাজার ৪৪২ ভোটে।
কর্ণাটক বিধানসভা শিগ্গায়োন উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী পাঠান ইয়াসির আহমেদ খান। তিনি জয়ী হয়েছেন ১৩ হাজার ৪৪৮ ভোটে। সানদুর বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেস প্রার্থী ই অন্নপূর্ণা জয়ী হয়েছেন ৯ হাজার ৬৫৯ ভোটে। চন্নাপটনা বিধানসভা উপ নিরডবাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সি পি যোগীশ্বরা। তিনি জয়ী হয়েছেন ২৫ হাজার ৪১৩ ভোটে। 
কেরালায় পালাক্কাড বিধানসভায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল মামকুতাথিল। তিনি জয়ী হয়েছেন ১৮ হাজার ৮৪০ ভোটের ব্যাবধানে। চেলাক্কারা বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়েছেন সিপিআই(এম) প্রার্থী ইউআর প্রদীপ। ১২ হাজার ২০১ ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন তিনি।  
মধ্য প্রদেশে বিজয়পুর বিধানসভা উপ নির্বাচনে ৭ হাজার ৩৬৪ ভোটের ব্যাবধানে যবী হয়েছেন কংগ্রেস প্রার্থী মুকেশ মলহোত্রা, বুধনি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রমাকান্ত ভার্গব জয়ী হয়েছেন ১৩ হাজার ৯০১ ভোটের ব্যাবদানে। 
মেঝালয় গামবেগরে উপ নির্বাচনে ৪ হাজার ৫৯৪ ভোটে জয়ী হয়েছেন এনপিপি প্রার্থ মেহতাব চান্দী আগীতোক সঙ্গমা। 
পাঞ্জাব ডেরা বাবা নানক বিধানসভা উপনির্বাচনে ৫ হাজার ৬৯৯ ভোটে জয়ী হছেছেন আম আদমী প্রার্থী গুরদীপ সিং রন্ধাওয়া। ছবেয়াল বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন আপ প্রার্থী ড. ইশাঙ্ক কুমার। তিনি জয়ী হয়েছেন ২৮ হাজার ৬৯০ ভোটে। বারনালা বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী কুলদ্বীপ সিং – জয়ী হয়েছেন ২ হাজার ১৫৭ ভোটর ব্যাবধানে।
রাজস্থান ঝুনঝুনু বিধানসভা উপনির্বাচনে ৪২ হাজার ৮৪৮ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থ।  রামগড় বিধানসভা উপ নির্বাচনে ১৩ হাজার ৬৩৬ ভোটে জয়ী বিজেপি প্রার্থী। দৌসা বিধানসভা উপ নির্বাচনে ২হাজার ৩০০ ভেোটে জয়ী কংগ্রেস প্রার্থ দীন দয়াল। দেওলি-উনিয়ারা বিধানসভায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ৪১ হাজার ১২১ ভোটে। , খনৌসর বিধানসভায় ১৩ হাজার ৯০১ ভোটে জয়ী বিজেপি প্রার্থী।  সালুমবের ১ হাজার ২৮৫ ভোটে জয়ী বিজেপি প্রার্থী। চোরাসি বিধানসভায় ভারত আদীবাসী পার্টির প্রার্থী জয়ী হয়েছেন ২৪ হাজার ৩৭০ ভোটের ব্যাবধানে।

Comments :0

Login to leave a comment