দক্ষিণ কোরিয়ায় জরুরি সামরিক শাসন জারি করলেন রাষ্ট্রপতি ইউন সাক ইয়ল। রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতেই বিক্ষোভ শুরু হয়েছে।
দেশের বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক কোরিয়ার সহযোগিতা, সংসদ দখলের চেষ্টার অভিযোগ তুলে করুরি অবস্থা জারি করেছেন ইউন।
এদিন রাতে টেলিভিশন ভাষণে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি। সারা দেশে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। বিরোধী নেতারা সংসদে বসেছেন আলোচনায়।
সংবাদসংস্থার ছবিতে দেখা গিয়েছে সামরিক বাহিনী কোরিয়ার জাতীয় আইনসভা এলাকায় মোতায়েন করা হচ্ছে। রাজধানী সিওলে চক্কর দিচ্ছে সামরিক বাহিনীর হেলিকপ্টার।
অসমর্থিত সূত্র জানাচ্ছে, রাজধানীর রাস্তায় ট্যাঙ্ক নামানোর প্রস্তুতি চলছে। বিরোধী স্বর দমনের অভিযোগে বহু অংশ ক্ষোভ জানাচ্ছে।
South Korea Emergency
দক্ষিণ কোরিয়ায় জরুরি অবস্থা জারি, শুরু বিক্ষোভ
×
Comments :0