EMPLOYEES PROTEST DISTRICTS

জেলায় জেলায় বিক্ষোভ কর্মচারীদের

রাজ্য জেলা

EMPLOYEES PROTEST DISTRICTS জলপাইগুড়ি আদালতের সামনে বিক্ষোভ।

ডিআই দপ্তরে বিক্ষোভ দেখালেন শিক্ষকরা। ধর্মঘটের প্রচারে করলেন সভা। চুঁচুড়ায় জেলা পরিদর্শকের দপ্তরের সামনে হয় এই সভা।

অবিলম্বে প্রাপ্য দিয়ে দিতে হবে। সমকাজে সমবেতন দিতে হবে। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে হবে। অবিলম্বে সরকারি ফাঁকা পদ পূরণ করতে হবে। অবিলম্বে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। মুখ্যত এই দাবিতেই চলছে ধর্মঘট। 

শিক্ষক সংগঠনগুলো এবং যৌথ মঞ্চের ডাকে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়। এস এন ব্যানার্জি রোড হয়ে চিড়িয়া মোড় হয়ে ব্যারাকপুর ডিআই অফিস শিক্ষা ভবনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ কর্মসূচি এবং সভার আয়োজন করা হয়। সেই সভায় সভাপতিত্ব করেন নীলরতন বালা। বক্তব্য রাখেন এবিটিএ’র এর প্রাক্তন রাজ্যের সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য এ বি টি এ উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক শুভব্রত চক্রবর্তী এছাড়াও সুরঞ্জিত দেব , সিক্তা  জোয়ারদার সাইদুল ইসলাম। 

বারাকপুরে প্রশাসনিক ভবনের সামনেও হয়েছে বিক্ষোভ। ধর্মঘটে মিলেছে ব্যাপক সাড়া।

জলপাইগুড়ি আদালতে প্রতিবাদে গেটের সামনে বিক্ষোভে সমবেত হন কর্মীরা। 

গঙ্গারামপুরে ব্লক দপ্তরের সামনে হয় প্রতিবাদ। 

 

Comments :0

Login to leave a comment