নির্ধারিত সময় অতিক্রম করে অতিরিক্ত সময়ের গোলে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড।
আগের ম্যাচগুলোর মতো দুই দলের দুই কোচই দল সাজিয়েছিলেন তাদের পছন্দমতো ছকেই। ৪-২-৩-১ ছকে মেমফিস ডিপায়কে একমাত্র স্ট্রাইকারে রেখে দল সাজিয়েছিলেন কোচ রোনাল্ড কোম্যান। অন্যদিকে , ৩-৪-২-১ ছকে হ্যারি কেনকে একমাত্র স্ট্রাইকারে রেখে তার পিছনে দুইজন অ্যাটাকিং মিডফিল্ডারে খেলছিলেন ফোডেন এবং বেলিংহাম।
ম্যাচের প্রথমার্ধ থেকে দুই দল স্লো বিল্ডআপ করে মাঝমাঠ কেন্দ্রিক খেলা শুরু করলেও আক্রমণ করছিল দুই দলই। ইংল্যান্ডের হয়ে সবথেকে কম বয়সি ফুটবলার ( ১৯ ) হিসেবে কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার রেকর্ড গড়লেন ম্যান ইউ এর কবি মেইনো। ম্যাচের ৭ মিনিটের মাথায় ডেকলেন রাইসের থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে পিকফোর্ডকে পরাস্ত করলেন লা মাসিয়া থেকে উঠে আসা সিমন্স। সিমন্সের বক্সের বাইরে ২২ মিটার দূরত্ব থেকে নেওয়া শটটির কোনো জবাবই ছিলনা পিকফোর্ডের কাছে। এগিয়ে যায় নেদারল্যান্ডস। এর জবাবে ইংল্যান্ড ম্যাচের ১৩ মিনিটে সাকার পাস থেকে বক্সের মধ্যে দুরন্ত শট করলেও বলটি বাইরে চলে যায় । কিন্তু, এর ঠিক পরেই ' ভার ' এ চেক করার পরে পেনাল্টির নির্দেশ দেন রেফারি । কেনের শট নেওয়ার সময় ডামফ্রিসের স্ট্যাম্পিংয়ের জন্যই পেনাল্টি পায় ইংল্যান্ড । পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান হ্যারি কেন । গোলের পর দুরন্তভাবে ম্যাচে ফিরলো ইংল্যান্ড । ম্যাচের ২২ মিনিটে মাইনোর পাস থেকে ফোডেনের নিশ্চিত গোলটিকে গোললাইন সেভ দিয়ে ডামফ্রিস আগের দেওয়া পেনাল্টিরই প্রায়শচিত্ত করেন । ম্যাচের ২৯ মিনিটে সিমন্সের কর্নার থেকে ডামফ্রিসের দুরন্ত হেডটি কিছু ইঞ্চির জন্য পোস্টে লেগে বেরিয়ে যায়। ম্যাচের ৩১ মিনিটে কোলকাতায় খেলে যাওয়া ফোডেনের শটটি ডাচ গোলরক্ষককে ভারব্রুগেনকে পরাস্ত করে পোস্টে লাগে । অর্থাৎ দুই দলই চাইছিল ম্যাচটা ৯০ মিনিটেই শেষ করতে । কিন্তু প্রথমার্ধ শেষে খেলার ফল ১ - ১ ।
তবে ম্যাচের একেবারে শেষবেলায় নাটকীয় পট পরিবর্তন দেখতে পাওয়া গেল। সবাই যখন মনে করছেন যে ম্যাচটা নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ে পা বাড়াচ্ছে, ঠিক সেই সময় ইংল্যান্ড ফুটবল দলের কাছে কার্যত দেবদূতের মতো উদয় হলেন ওয়াটকিন্স। ৮০ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন তিনি। আর অতিরিক্ত ১ মিনিটের মাথায় কাজের কাজটা করে দিলেন তিনি। তাঁর কোনাকুনি শটে ইংল্যান্ডের জন্য ফাইনালের টিকিট কনফার্ম করে দেয়।
Comments :0