English Premier League

আর্সেনালকে হারাল লিভারপুল , চেরকির চোট নিয়ে বাড়ছে চিন্তা

খেলা

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেল লিভারপুলে। এনফিল্ডে আর্সেনালকে ১-০ গোলে হারাল তারা। গোল করেন হাঙ্গেরিয়ান ফুটবলার ডমিনিক সজবসলাই। এই জয়ের ফলে লিগ টেবিলে আর্সেনালের থেকে ৩ পয়েন্টে এগিয়ে গিয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।  অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এই মরশুমের প্রিমিয়ার লিগে প্রথম অঘটন ঘটিয়েছে ব্রাইটন। ২-১ গোলে জয় পেয়েছে তারা। হাল্যান্ডের গোলে এগিয়ে থাকলেও মিলনার ও ব্রজনের গোলে ম্যাচে জয় পে ব্রাইটন। ম্যাচে চোট পান ম্যান সিটির ফরাসি ফুটবলার রায়ান চেরকি। সোমবার তার চোট পরীক্ষা করে জানা গেছে যে অন্তত দুইমাসের জন্য মাঠে নামতে পারবেননা এই উইঙ্গার। ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিয়ন থেকে এই মরশুমেই ম্যানচেস্টার সিটিতে সই করেছেন প্রতিভাবান এই উইঙ্গার। পেপ গুয়ার্দিওলার দলে প্রথম একাদশেই জায়গা করে নিয়েছিলেন চেরকি মূলত নিজের প্রতিভার জেরেই। তবে আগের ম্যাচে থাইয়ের চোটের কারণেই এই ম্যাচে ছিলেননা স্কোয়াডে।  উলভসের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও টটেনহ্যাম ও ব্রাইটনের কাছে হেরে টেবিলের ত্রয়োদশ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৪সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে।   

Comments :0

Login to leave a comment