Exit Poll 2 states

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড: বুথ ফেরত সমীক্ষায় কড়া টক্করের অনুমান

জাতীয়

দু’রাজ্যে ভোট শেষ হওয়ার পরই বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করতে শুরু করল বিভিন্ন সংস্থা।  
একাধিক বুথ ফেরত সমীক্ষা ঝাড়খন্ডে এগিয়ে রাখছে বিজেপি জোট এনডিএ-কে। রাজ্যে পাঁচ বছর আগে আসীন হয়েছিল ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস জোট। 
ঝাড়খন্ডে দ্বিতীয় দফার ভোট হয়েছে বুধবার। এদিনই মহারাষ্টের বিধানসভার সব আসনে ভোট হয়েছে এক দফায়। ২৩ নভেম্বর ভোট গণনা। সেদিনই সঠিকভাবে বোঝা যাবে জনতার রায় ঠিক কী। 
বুথ ফেরত সমীক্ষায় কেবল ফলাফল আঁচ করা যেতে পারে। বিভিন্ন সময়েই দেখা গিয়েছে মতামর সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষার অনুমান ফল গণনার দিন মিলছে না। যেমন হয়েছে এ বছর লোকসভা নির্বাচনে। বিজেপি’র জয়জয়াকারের অনুমান ছিল গণনা হতেই দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর দল একার জোটে লোকসভায় স্পষ্ট গরিষ্ঠতা পায়নি। শরিকদের সহায়তায় সরকার গড়তে হয়েছে। 
ঝাড়খন্ড বিধানসভায় মোট আসন ৮১। ম্যাট্রিজের অনুমান বিজেপি জোটের মিলতে পারে ৪২-৪৭ আসন। জেএমএম জোট পেতে পারে ২৫-৩০ আসন। 
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার অনুমান ঠিক উলটো। বিজেপি জোট পেতে পারে ২৫ আসন। জেএমএম জোট পেতে পারে ৫৩ আসন। 
পিপলস প্লাস এবং টাইমস নাউ-জেভিসি’র দুই সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে বিজেপি জোটকে। টাউমস নাউ’র অনুমান, বিজেপি পাবে ৪০-৪৪ আসন। জেএমএম জোট পেতে পারে ৩০-৪০ আসন। 
মহারাষ্ট্রে সরকারে আসীন বিজেপি জোট ‘মহায়ুতি’ সরকার। কংগ্রেস-এনসিপি (শারদ পাওয়ার)-শিবসেনা (উদ্ধব থ্যাকারে) জোট মহা বিকাশ আঘাড়ির সঙ্গে লড়াই। 
এ রাজ্যে বুথ ফেরত সমীক্ষায় একাধিক অনুমান বিজেপি’র পক্ষে গিয়েছে।  
মহারাষ্ট্রে মোট আসন ২৮৮। ম্যাট্রিজের অনুমান, বিজেপি জোট পাবে ১৫০-১৭০ আসন। কংগ্রেস জোট পাবে ১১০-১৩০ আসন। 
টাইমস নাউ-জেভিসি’র অনুমান বিজেপি জোট পেতে পারে ১০৫-১২৬ আসন। কংগ্রেস জোট পেতে পারে ৬৮-৯১ আসন। সব আসনের অনুমান করে উঠতে পারেনি এই সমীক্ষক সংস্থা। 
লোকশাহি-মারাঠি রুদ্র’র অনুমান বিজেপি জোটের পক্ষে যেতে পারে ১২৮-১৪২ আসন। কংগ্রেস জোটের পক্ষে যেতে পারে ১২৫ থেকে ১৪০ আসন। এই সমীক্ষক সংস্থার অনুমান অনুযায়ী দুই জোটই সমানে সমানে টক্কর দিচ্ছে। এ রাজ্যে গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৫ আসন। 
পি মার্ক’র সমীক্ষাও কড়া টক্করের আভাস রয়েছে। অনুমান, বিজেপি জোট পেতে পারে ১৩৭-১৫৭ আসন। কংগ্রেস জোটের মিলতে পারে ১২৬-১৪৬ আসন।
২০১৯-এ রাজ্যে বেশিরভাগ বুথফেরত সমীক্ষা বিজেপি জোটের নিরঙ্কুশ গরিষ্ঠতা র অনুমান করেছিল। ফলাফলে একেবারেই তা মেলেনি, কোনোক্রমে গরিষ্ঠতার মাপকাঠি পার করেছিল বিজেপি।   
লোকসভা নির্বাচনের পর হয়েছে হরিয়ানা বিধানসভার ভোট। ফের সরকার গড়েছে বিজেপি। ভোটের শতাংশে প্রায় সমান হয়েও কংগ্রেস পিছিয়ে পড়ে ১০ আসনে। তারপরই হচ্ছে ঝাড়খন্ড ও মহারাষ্ট্রের ভোট।

Comments :0

Login to leave a comment