ভুয়ো অ্যাকউন্ট খুলে অসত্য প্রচার চলছে। বিশদ জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লালবাজারে চিঠি দিলেন ডিয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
লালবাজারে সাইবার থানার ওসি-কে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী। তিনি বলেছেন যে তাঁর নিজের তিনটি অ্যাকাউন্ট রয়েছে। বাকি বিভিন্ন অ্যাকাউন্টে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। পুলিশকে তিনি লিখেছেন, ‘‘নিম্নোক্ত ফেসবুক আইডির অপারেটর এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযোগ, যারা আমার এবং আমাদের রাজনৈতিক দল এবং সংগঠনের সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে জেনেশুনে আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি তৈরি করেছে এবং সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভুল, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করছে।’’
মীনাক্ষী মুখার্জি সিপিআই(এম)’র রাজ্য কমিটিরও সদস্য। তিনি চিঠিতে নিজের তিনটি অ্যাকাউন্টের বিশদ দিয়েছেন। ইউআরএল উল্লেখ করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় ন্যায় সংহতি আইন এবং তথ্য প্রযুক্তি আইনের কোন কোন ধারায় এই কাজ শাস্তিযোগ্য। ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের উইআরএল-র উল্লেখও করেছেন তিনি।
MINAKSHI FACEBOOK
ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, লালবাজারে চিঠি মীনাক্ষীর
×
Comments :0