Farmers Protest

নাদনঘাটে পেঁয়াজ ফেলে কৃষকদের পথ অবরোধ

জেলা

Farmers Protest


পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাদনঘাট ন'পাড়া মোড়ে পেঁয়াজ ফেলে সড়ক অবরোধ করে কৃষকরা। সারা ভারত কৃষক সভার পূর্বস্থলী ১ ব্লক কমিটির উদ্যোগে বুধবার এই কর্মসূচির নেতৃত্ব দেন, কৃষক নেতা রতন দাস, সাকাউৎ হোসেন, সারাফৎ সেখ, নিমাই মাঝি, আরতি কোণার,  আলেয়া বেগম। কৃষকদের দাবি পেঁয়াজ তোলার মরশুম চলছে। কিন্তু পেঁয়াজের দাম একেবারেই তলানিতে। এই অবস্থায়া সরকারিভাবে ১০০০ টাকা প্রতি কুইন্টাল পেঁয়াজ কিনতে হবে।

 পূর্ব বর্ধমান জেলা নেতা রতন দাস বলেন, কৃষকরা ভালো নেই। সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য আকাশছোঁয়া। অথচ কৃষকের ফসলের দাম নেই। বর্তমানে পেঁয়াজ  ওঠার সময়। তাদের উৎপাদিত এই ফসলের দাম নেই। আর এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট পোষণ করা নীতির জন্যই। এই সরকার আদানি আম্বানিদের স্বার্থ দেখলেও কৃষকদের স্বার্থ দেখছে না। তাই এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
 

Comments :0

Login to leave a comment