Duttapukur Murder Case

অবশেষে মিললো কাটা মুন্ডু

জেলা

প্রতিকী ছবি

দু-সপ্তাহ পর মিললো দত্তপুকুর কাণ্ডের মৃত যুবকের কাটা মুন্ডু। এই খুনের ঘটনায় ধৃত জলিল গাজীকে জেরা করে বামনগাছি রেল স্টেশনের পাশের ডোবাতে তল্লাশি চালিয়ে কাটা মুন্ডু উদ্ধার করেছে পুলিশ।  
গত ২ ফেব্রুয়ারি দত্তপুকুর থানার মালিয়াকুর বাজিতপুর এলাকায় এক চাষের খেতে মুন্ডুহীন অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ। ঘটনার তদন্তে নামে বারাসত পুলিশের বিশেষ তদন্ততকারী দল। তাঁরা জলিল গাজী ও তার স্ত্রী সোফিয়া খাতুনকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় জলিল স্বীকার করে,  নিহত হজরত লস্করের দেহ থেকে মাথা কেটেছে। তদন্তকারী অফিসাররা কাটা মুন্ডু উদ্ধারে নামে। বামনগাছি রেল স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বের এক পানা ভর্তি ডোবাতে পাওয়া যায় কাটা মুন্ডু। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা সেই ডোবা থেকেই উদ্ধার করে মুন্ডুটি। মৃত যুবকের পরিবারের সদস্যরা শনাক্ত করে। এই ঘটনার খুব দ্রুত কিনারা করে দোষীরা শাস্তি পাবে বলে আশাবাদী তদন্তকারী পুলিশ অফিসাররা। 

Comments :0

Login to leave a comment