শুক্রবার ভোরে শিয়ালদা ইএস আই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় উত্তম বর্মন নামে(৬০) এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের দোতলা সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে। একাধিক বিভাগের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছায়, দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও রোগী ও তাদের পরিবারের লোকজনরা আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন ভোর সাড়ে চারটা নাগাদ হাসপাতালের দোতালায় আগুন লাগার বিষয়টি নজরে আসতেই রোগী ও পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়, মূহুর্তে আগুনের লেলিহান শিখা বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে। দমকলের কর্মীরা ৯৮জন রোগীকে উদ্ধার করে নীচে নামিয়ে আনেন। ঘটনায় অঙ্কোলজি বিভাগে ভর্তি ক্যান্সার আক্রান্ত উত্তম বর্মনের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলেই পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, যদিও পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করতে নারাজ। এদিকে আগুন লাগার পর উদ্ধার রোগীদের ৯৮ জনকে মানিকতলা ইএসআইতে স্থানান্তরিত করা হয়েছে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু,মলয় ঘটক। আগুন লাগার বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিলেও এই ঘটনাকেও সুচতুরভাবে অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন দমকল মন্ত্রী। তিনি বলেছেন ইএসআই হাসপাতাল রাজ্য সরকার দেখলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
Comments :0