মহারাষ্ট্রের থানে জেলায় বৃহস্পতিবার বিকেলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৪৮ জনেরও বেশি আহত হয়েছেন।
থানের ডোম্বিভলির এমআইডিসি এলাকায় অবস্থিত অম্বর কেমিক্যাল কোম্পানির ভিতরে একটি বয়লার বিস্ফোরণের পরে আগুনের লেগে যায় এবং শীঘ্রই নিকটবর্তী দুই থেকে তিনটি কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, যে কারখানায় আগুনের সূত্রপাত হয়েছে সেখান থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, থানে পুরসভার রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের দল এবং থানে ডিজাস্টার রেসপন্স ফোর্সের ১৩ জন জওয়ানও ঘটনাস্থলে পৌঁছেছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুর আধিকারিক। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ওই চত্বরে আটকে পড়া আট জনকে উদ্ধার করা হয়েছে।
Maharashtra Fire
মহারাষ্ট্রের কারখানায় আগুন, হত ৮, আহত ৪৮
×
Comments :0