আবারও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছে পাঁচ যাত্রী। পোলবার আলিনগরের সোনাদার মাঠে জখম পাঁচজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া তারকেশ্বর রোড ধরে ডুবির ভেরি ফিরছিল অটো। আলিনগরের দিক থেকে একটি হুন্ডাই গাড়ি সজোরে এসে অটোতে ধাক্কা দেয়। রাস্তায় পাশে নয়ানজুলিতে গিয়ে পড়ে অটো। এক মহিলা যাত্রী সহ চার জন যাত্রী এবং অটো চালক গুরুতর আহত হন। পোলবা থানার পুলিশ অ্যাম্বুল্যান্সে চাপিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল।
প্রত্যক্ষদর্শী সেখ নাসিম বলেছন, ‘‘হুন্ডাই আই টেন গাড়িটি দ্রুত গতিতে আসছিলো। আচমকাই আমরা একটা বিকট আওয়া পাই। ছুটে আসতেই দেখি একটি যাত্রী বোঝাই অটো নয়ানজুলিতে পড়ে আছে। পোলবা থানার পুলিশ আর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের লোক জন ও হাসপাতালে গেছে।
অটোর যাত্রী অজিত মন্ডল বলেছেন, ‘‘কোথা থেকে কী হলো বুঝতে পারলামনা। আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। হঠাৎ এমন ঘটনা ঘটে গেলো।’’ দুই জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বেপরোয়া মারুতির ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলাগড়ে।
Comments :0