Gujarat

গুজরাটে ট্যাঙ্ক পরিষ্কার করার সময় দমবন্ধ হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

জাতীয়

বুধবার ভোরে গুজরাটের কচ্ছ জেলায় একটি অ্যাগ্রোটেক কোম্পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। কচ্ছ (পূর্ব) পুলিশ সুপার সাগর বাগমার জানিয়েছেন, রাত ১টা নাগাদ শ্রমিকরা ওই সংস্থার বর্জ্য শোধনাগার পরিষ্কার করছিলেন।
‘‘এক শ্রমিক কাদা পরিস্কার করতে ঢুকে পড়লে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে আরও দুই শ্রমিক ট্যাঙ্কের ভিতরে ছুটে গেলেও তারাও অজ্ঞান হয়ে পড়েন। পরে আরও দু'জন মারা যান এবং পাঁচজনই মারা যান,’’ পুলিশ জানিয়েছে।
কান্ডলা থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
কান্ডলা থানার এক আধিকারিক জানিয়েছেন, ভোজ্য তেল ও বায়োডিজেল উৎপাদনে নিযুক্ত সংস্থা ‘ইমামি অ্যাগ্রোটেক’-এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সিদ্ধার্থ তিওয়ারি, আজমত খান ও আশিস গুপ্ত।

Comments :0

Login to leave a comment