টানা বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়। গারো পাহাড় এলাকায় বৃষ্টির জেরে একাধিক ধস নেমেছে। শুক্রবার হড়পা বানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যাও কম নয়, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে ৫০ জন। কয়েকটি প্রত্যন্ত গ্রামের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গারো পাহাড়। মূলত দক্ষিণ গারো জেলা ও পশ্চিম গারো জেলায় ভয়াবহ পরিস্থিতি। নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। পশ্চিম গারো জেলার ডালু এলাকায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দক্ষিণ জেলার গাসুয়াপাড়া এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। ডালু নদীর উপর একটি লোহার সেতু বন্যার তোড়ে ভেসে গিয়েছে। ধস নেমে বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। বড় বড় গাছ পড়ে গাড়ি-বাড়ির ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গোটা গারো অঞ্চলে অন্ধকার নেমে এসেছে। গারো পাহাড়ে যাওয়ার সবক’টি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে পাহাড়ের ওপরের দিকে ছুটছেন মানুষ। গারো পাহাড়ে টানা বৃষ্টির ফলে প্রতিবেশী আসামের ধুবুরি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল, অন্যদিকে বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টির কারণেই বাংলাদেশের নালিতাবাড়ি ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের প্রশাসনিক নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার প্রশাসন। এদিন সকালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। জেলা প্রশাসন গুলিকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।
Meghalaya Floods
মেঘালয়ে হড়পা বানে মৃত ১০, প্রভাব বাংলাদেশের নালিতাবাড়িতেও
×
Comments :0